Snake Skin Boy: সাপের মতো শরীর! প্রতি ঘণ্টায় করতে হয় স্নান, ২১ বছরের এই যুবককে দেখলেই ছিটকে যায় সবাই, চমকে দেবে আসল কারণ!

Last Updated:

Snake Skin Boy: আনাকাপল্লে জেলার রবিকামাথাম মণ্ডলের জেড. কোঠাপত্তনম গ্রামের বাসিন্দা পামু প্রসাদের আর পাঁচটা বাচ্চার মতো না। সে সবার সঙ্গে মিশতে চায়। কিন্তু তাঁর সমবয়সী এবং বন্ধুরা তাঁকে তাদের কাছে যেতে দেয় না।

সাপের মতো শরীর!
সাপের মতো শরীর!
অন্ধপ্রদেশ: প্রত্যেকেই ছোটখাটো ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে। কিছু মানুষের শারীরিক গঠন ভাল নাও হতে পারে, আবার অন্যদের মানসিক স্বাস্থ্য ভাল নাও থাকতে পারে। কিন্তু চেহারা, শরীরের গঠন এবং অঙ্গ-প্রত্যঙ্গের ত্রুটির চেয়েও বেশি যন্ত্রণাদায়ক হল ত্বকের সৌন্দর্যের অভাব। সেই কারণেই মানুষ বর্তমানে  মুখকে সুন্দর করে তোলার জন্য, মুখকে আরও উজ্জ্বল করার জন্য যে ফেস ক্রিম ব্যবহার করে, সেগুলো খুবই ব্যয়বহুল। আর যদি এত দামি ক্রিম পরেও কোনও ব্যক্তির ত্বকের পরিবর্তন না হয়? আনাকাপল্লি জেলার ২১ বছর বয়সী যুবক প্রসাদের দিকে তাকালে তুমি এটা বুঝতে পারবে।
আনাকাপল্লে জেলার রবিকামাথাম মণ্ডলের জেড. কোঠাপত্তনম গ্রামের বাসিন্দা পামু প্রসাদের আর পাঁচটা বাচ্চার মতো না। সে সবার সঙ্গে মিশতে চায়। কিন্তু তাঁর সমবয়সী এবং বন্ধুরা তাঁকে তাদের কাছে যেতে দেয় না। অন্য কথায়, তাঁরা তাঁকে এমনভাবে দূরে রাখে যেন তাঁরা কোনও অস্পৃশ্যকে দেখছে, যেন সে কোনও অদ্ভুত প্রাণী।
কারণ সে সব মানুষের মতো নয়। তাঁর শরীরে এক অদ্ভুত চর্মরোগের কারণে, প্রসাদের চামড়া সাপের চামড়ার মতোই খসখসে হয়ে যাচ্ছে। সে দিনের পর দিন এমন এক বিপজ্জনক রোগ নিয়ে সময় কাটাচ্ছে। প্রসাদের শুধু সাপের চামড়াই নয়। তাই কেউ তাকে কাছেও যেতে দেয় না।
advertisement
advertisement
পামু প্রসাদ খুবই যন্ত্রণাদায়ক জীবনযাপন করছে। জন্মের পর থেকেই, অদ্ভুত এক চর্মরোগের কারণে তাঁর ত্বক প্রতিদিন স্তরে স্তরে উঠে যাচ্ছে। এমনকি যখন সে রোদে বেরোয়, তখনও গ্রীষ্মের তাপ তাঁকে খুব কষ্ট দেয়। এই তাপ থেকে বাঁচতে তাকে প্রতি ঘন্টায় একবার স্নান করতে হয়। যেহেতু প্রসাদের বাবা ছোটবেলায় মারা যান, তাই তার মা তাকে মানুষ করার জন্য শ্রমিকের কাজ করছেন। তিনি পরিবারের খরচ এবং প্রসাদের চিকিৎসার খরচ বহন করার জন্য কঠোর পরিশ্রম করেন।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Snake Skin Boy: সাপের মতো শরীর! প্রতি ঘণ্টায় করতে হয় স্নান, ২১ বছরের এই যুবককে দেখলেই ছিটকে যায় সবাই, চমকে দেবে আসল কারণ!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement