TRENDING:

ITI Job Courses: নামমাত্র ফি দিয়ে চাকরির কোর্স, ভবিষ্যৎ গড়তে ITI-এর কোন কোর্সটি সেরা? জানুন বিশদে

Last Updated:

ITI Job Courses: উচ্চ শিক্ষা এখন আর কেবল এমএ, এমএসসি বা এমকম-এ সীমাবদ্ধ নয়। এমন কিছু কোর্স রয়েছে যেগুলি আপনাকে চাকরি পেতে দারুণ সাহায্য করবে। বিশদে জানুন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সেই সময় এখন আর নেই। উচ্চ শিক্ষা এখন আর কেবল এমএ, এমএসসি বা এমকম-এ সীমাবদ্ধ নয়। একটা সময়ে এই পর্যন্ত পড়াশোনাই চাকরির জগতে পর্যাপ্ত ছিল।
চাকরির কোর্স (প্রতীকী ছবি)
চাকরির কোর্স (প্রতীকী ছবি)
advertisement

কিন্তু বর্তমানে সময় পুরোপুরি ভাবেই বদলে গিয়েছে। যুগ এখন প্রযুক্তির, ফলে, সেই জগতে জ্ঞান থাকা চাকরির জন্য অতীব প্রয়োজনীয়।

আমরা যদি বর্তমান সময়ের কথা বলি, তাহলে শিক্ষার পাশাপাশি কারিগরি জ্ঞান থাকাও জরুরি, যাতে নিজেদের ভবিষ্যৎ সুন্দর করা যেতে পারে। এরই ধারাবাহিকতায় শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের নতুন কোর্সকে প্রাধান্য দেওয়া হচ্ছে, যাতে তরুণদের দক্ষতার উন্নয়ন হয়।

advertisement

আরও পড়ুন: ‘শিক্ষক-শিক্ষিকাদের ধৈর্য রাখা উচিত’, চলতি সপ্তাহেই চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী! বৈঠকে আর কারা?

এই ধারাবাহিকতায়, সরকারি শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট, সাকেত, মেরঠ, পশ্চিম উত্তরপ্রদেশে তরুণ-তরুণীদের জন্য অধিকতর দক্ষ আইটিআই অধ্যয়নের জন্য কিছু নতুন কোর্স শুরু হয়েছে, যার সুবিধা সব জেলাগুলিতে পাওয়া যায় না। এই বিষয়েই লোকাল 18 সাকেত আইটিআই-এর নোডাল প্রিন্সিপাল, সিপি-র সঙ্গে যোগাযোগ করে।

advertisement

এই কোর্স খুব বিশেষ –

সাকেত আইটিআই-এর নোডাল প্রিন্সিপাল সি. পি. আগরওয়াল লোকাল 18-এর সঙ্গে কথোপকথনের সময় বলেন, যে সমস্ত তরুণ তরুণী আইটিআই, অটো ইলেকট্রিক এবং ইলেকট্রনিক, মেকানিক্যাল অটো, বডি রিপেয়ার মেকানিক, অটো বডি পেইন্টিং ট্রেড সম্পর্কিত বিভিন্ন বিষয়ে পড়ার কথা ভাবছেন তাঁদের জন্য এই সব কোর্স খুব ভাল প্রমাণিত হতে পারে, যা টাটা মোটরসের মাধ্যমে প্রতিষ্ঠানে পরিচালনা করা হচ্ছে। প্রশিক্ষণের পর যুবক যুবতীদের কাছে রয়েছে প্রচুর চাকরির সুযোগ।

advertisement

আরও পড়ুন: ‘জেনারেল টিকিট কেটে AC বগিতে ঠান্ডা হাওয়া খাচ্ছেন’! ধরে ফেলতেই উল্টে চাকরি গেল টিটিই-র, হিমগিরি এক্সপ্রেসে অবিশ্বাস্য ঘটনা

এই কোর্সগুলিতেও পড়াশোনা করা যেতে পারে –

আজকের চাহিদার কথা ভাবলে দেখা যায়, তরুণ তরুণীরা ফটোগ্রাফির প্রতি খুবই আগ্রহী। এমন পরিস্থিতিতে, মেরঠের খারখোদা আইটিআই-তে তরুণ তরুণীদের ফটোগ্রাফি-সম্পর্কিত কোর্স শেখানো হয়, যাতে তাঁরা এই ক্ষেত্রে আরও ভাল সাফল্য অর্জন করতে পারেন। এর পাশাপাশি বর্তমান সময়ে মাল্টিমিডিয়া, অ্যানিমেশন ও স্পেশাল এফেক্টের ব্যাপক চাহিদা রয়েছে। তরুণ তরুণীরা এই বিষয়েও পড়াশোনা করতে পারেন।

advertisement

একই সময়ে, যে সমস্ত তরুণ তরুণীরা চিকিৎসা ক্ষেত্রে তাঁদের ভবিষ্যৎ তৈরি করতে চান, তারাও রেডিওলজি টেকনিশিয়ান কোর্সে পড়তে পারেন, যার মাধ্যমে তাঁদের চিকিৎসা ক্ষেত্রে চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

নামমাত্র ফি –

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, আমরা যদি এই কোর্সগুলিতে অধ্যয়নরত তরুণ তরুণীদের কথা বলি, তবে তাঁদের এককালীন ৩০০ টাকা এবং প্রতি মাসে ৪০ টাকা ফি হিসাবে দিতে হবে। অন্য দিকে, এটি SC-ST-এর জন্য এই সুবিধা উপলব্ধ সম্পূর্ণ বিনামূল্যে।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
ITI Job Courses: নামমাত্র ফি দিয়ে চাকরির কোর্স, ভবিষ্যৎ গড়তে ITI-এর কোন কোর্সটি সেরা? জানুন বিশদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল