Bratya Basu on SSC Recruitment Scam: 'শিক্ষক-শিক্ষিকাদের ধৈর্য রাখা উচিত', চলতি সপ্তাহেই চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী! বৈঠকে আর কারা?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:Sanhyik Ghosh
Last Updated:
Bratya Basu on SSC Recruitment Scam: বুধবার বিকাশ ভবনে চাকরিহারাদের নিয়ে বৈঠকে বসার আশ্বাস দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী।
কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক। তার জেরে বিক্ষোভ-প্রতিবাদে নেমেছেন শিক্ষকদের একাংশ। যোগ্য-অযোগ্যদের আলাদা করে চাকরি ফেরানোর দাবি তুলেছেন চাকরিহারারা। বুধবার বিকাশ ভবনে চাকরিহারাদের নিয়ে বৈঠকে বসার আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী।
জানা গিয়েছে, শুক্রবার বিকাশ ভবনে হতে পারে বৈঠক। উপস্থিত থাকবেন এসএসসি চেয়ারম্যান ও দফতরের সচিব। আইনি সমাধানসূত্র না বেরনো পর্যন্ত কী ভবিষ্যত হতে চলেছে চাকরিহারাদের, সেই বিষয়ে বৈঠক করা হবে। বৈঠকের পর সাংবাদিক বৈঠক করবেন শিক্ষামন্ত্রী।
আরও পড়ুন: প্রথমে চাকরি গেল, এবার…! মুর্শিদাবাদে চাকরিহারা শিক্ষকের জীবন অন্ধকার, যা ঘটেছে জানলে কান্না পাবে!
বুধবার ব্রাত্য বলেন, ‘চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ডিআই অফিসে গিয়েছিলেন কেন! প্রতিবাদ জানাতে আন্দোলন করতে। ঘটনা দুর্ভাগ্যজনক, নিন্দাজনক। ওঁদের সঙ্গে বসে একটা সুরাহা বের করার জন্য চলতি সপ্তাহে বৈঠক হবে। আমি নিজে থাকব, দফতরের আরও অনেকেই থাকবেন।’
advertisement
advertisement
আরও পড়ুন: জেনারেল টিকিট কেটে AC বগিতে ঠান্ডা হাওয়া খাচ্ছেন’! ধরে ফেলতেই উল্টে চাকরি গেল টিটিই-র, হিমগিরি এক্সপ্রেসে অবিশ্বাস্য ঘটনা
তিনি আরও বলেন, ‘লড়াই আন্দোলন কিছুদিন স্থগিত রাখা যেত। আমরা বদ্ধপরিকর। আমরা যোগ্য বঞ্চিতদের পাশে আছি। আইনি ভাবে এবং মানবিক ভাবে। ওঁদের ধৈর্য্য রাখা উচিত। ওঁরাই আমাদের সঙ্গে বসতে চেয়েছেন, ওঁরাই আবার ধ্বংসাত্মক আন্দোলন করছেন।’ শিক্ষক-শিক্ষিকাদের লাঠিপেটা করা নিয়ে পুলিশ প্রশাসনের এবিষয়ে নির্দিষ্ট বক্তব্য রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।
advertisement
সাহ্নিক ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 09, 2025 3:59 PM IST