TRENDING:

ISCE ISC 2025 Result: আইসিএসই-তে নজরকাড়া রেজাল্ট সমীরণ-রমীজ-সৌনকের, জলপাইগুড়ির পড়ুয়ারা তাক লাগাল

Last Updated:

ISCE ISC 2025 Result: আইসিএসই-তে নজরকাড়া সাফল্য, জলপাইগুড়ির গর্ব সমীরণ, রমীজ ও সৌনক। দ্বাদশ শ্রেণির ফলেও নজর কেড়েছে শিবশঙ্কর, সুরজিৎ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: আইসিএসই-তে নজরকাড়া সাফল্য। জলপাইগুড়ির গর্ব সমীরণ, রমীজ ও সৌনক। দ্বাদশ শ্রেণির ফলেও নজর কেড়েছে শিবশঙ্কর, সুরজিৎ। কেমন হয়েছে তাঁদের রেজাল্ট জানুন।
advertisement

আইসিএসই দশম শ্রেণি ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলপ্রকাশ ঘিরে জলপাইগুড়িতে বইছে খুশির হাওয়া। জেলার দুই নামী স্কুল– সেন্ট পলস ও হোলি চাইল্ড স্কুল দেখাল নজরকাড়া ফলাফল। সেন্ট পলস স্কুলের দশম শ্রেণির ছাত্র সমীরণ পোদ্দার পেয়েছে ৯৯.০৪ শতাংশ নম্বর। ৫০০-র মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭। বেস্ট অফ ফাইভের মধ্যে চারটিতে ১০০ করে পেয়েছে, ইংরেজিতে ৯৭।

advertisement

আরও পড়ুন: বাংলার একই স্কুল থেকে ISC-ICSE-তে জোড়া সম্ভাব্য প্রথম, সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

জলপাইগুড়ির মোহন্তপাড়ার এই ছাত্রের সাফল্যে উচ্ছ্বসিত পরিবার। বাবা সুমন পোদ্দার মোহিতনগরের তারাপ্রসাদ বয়েজ হাইস্কুলের শিক্ষক। মা মানসী কুণ্ডু সদর গার্লস স্কুলের শিক্ষিকা। শিক্ষক পরিবারে পড়াশোনার পরিসর যে কতটা গভীর হতে পারে, তা যেন চোখে আঙুল দিয়ে দেখাল সমীরণ। একই স্কুলের আর এক ছাত্র রমীজ ইসলাম পেয়েছে ৯৯ শতাংশ নম্বর, যা এই ফলপ্রকাশে সমান ভাবে প্রশংসার দাবিদার।

advertisement

অন্যদিকে, হোলি চাইল্ড স্কুলের ছাত্র সৌনক সাহা, বাড়ি পান্ডাপাড়ায়, পেয়েছে ৯৯.০২ শতাংশ নম্বর। তাঁর এই কৃতিত্বে গর্বিত তাঁর পরিবার ও বিদ্যালয়। পাশাপাশি, সেন্ট পলস স্কুলের অধ্যক্ষ এফ ড্যানিয়েল জন্স জানিয়েছেন, শুধু দশমে নয়, স্কুলের আইএসই পরীক্ষাতেও সাফল্য এসেছে।

আরও পড়ুন: আইসিএসই এবং আইএসসির ফলাফল প্রকাশিত, রাজ্যে এগিয়ে ছাত্রীরা! রেজাল্ট দেখুন এক ক্লিকে

advertisement

ছাত্র শিবশঙ্কর রায় ও সুরজিত বোস দু’জনেই পেয়েছেন ৯৮ শতাংশ নম্বর। দশম ও দ্বাদশ দুটিতেই ভাল ফল করে জেলার মুখ উজ্জ্বল করেছে সেন্ট পলস ও হোলি চাইল্ড। এই ছাত্রদের কৃতিত্ব শুধু পরিবারের নয়, গোটা জলপাইগুড়ির গর্ব। এই অসাধারণ ফলাফলে শুধু স্কুল নয়, গোটা জলপাইগুড়ি জেলাই গর্বিত। ভবিষ্যতের ডাক্তার, বিজ্ঞানী কিংবা প্রশাসক– যে পথেই হাঁটুন এই ছাত্ররা, তাঁদের পথচলা আরও উজ্জ্বল হোক, এটাই প্রত্যাশা। সফল ছাত্রদের এই কৃতিত্বে জেলাজুড়ে বইছে অভিনন্দনের বার্তা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

সুরজিৎ দে 

বাংলা খবর/ খবর/শিক্ষা/
ISCE ISC 2025 Result: আইসিএসই-তে নজরকাড়া রেজাল্ট সমীরণ-রমীজ-সৌনকের, জলপাইগুড়ির পড়ুয়ারা তাক লাগাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল