ISC ICSE Result 2025: আইসিএসই এবং আইএসসির ফলাফল প্রকাশিত, রাজ্যে এগিয়ে ছাত্রীরা! রেজাল্ট দেখুন এক ক্লিকে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
ISC ICSE Result 2025: চলতি বছর দশম শ্রেণির আইসিএসই এবং দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। গতকালই রেজাল্ট ঘোষণার দিন জানায় সিআইএসসিই বোর্ড।
নয়াদিল্লি: চলতি বছর দশম শ্রেণির আইসিএসই এবং দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। গতকালই রেজাল্ট ঘোষণার দিন জানায় সিআইএসসিই বোর্ড। পরীক্ষা শেষ হওয়ার ২৫ দিনের মাথায় ফলপ্রকাশ করল বোর্ড।
রাজ্যের ফলাফলে ছাত্রীরা তুলনামূলক ভাল ফলাফল করেছে ছাত্রদের তুলনায় আইসিএসসি ও আইএসসিতে। এ রাজ্যে আইসিএসসিতে পাশের হার ৯৮.৭৬ শতাংশ। আইএসসিতে পাশের হার ৯৮.৭৫ শতাংশ। আইএসসিতে ছাত্রীদের পাশের হার ৯৯.০৪ শতাংশ। আইএসসিতে ছাত্রীদের পাশের হার ৯৯.৩৮ শতাংশ। আইসিএসইতে ছাত্রদের পাশের হার ৯৮.৫৩ শতাংশ ও আইএসসিতে ছাত্রদের পাশের হার ৯৮.২০ শতাংশ। কোনও মেধাতালিকা আইএসসি ও আইসিএসসির দেওয়া হয়নি চলতি বছরে।
advertisement
কীভাবে দেখবেন রেজাল্ট?
advertisement
সিআইএসসিই-র নিজস্ব ওয়েবসাইট– https://cisce.org অথবা https://results.cisce.org –এ দেখা যাবে ফলাফল।
আইসিএসই অর্থাৎ দশম শ্রেণির রেজাল্ট জানতে হলে ওয়েবসাইটে ঢুকে কোর্স অপশন হিসাবে বেছে নিতে হবে আইসিএসইকে। আইএসসি বা দ্বাদশ শ্রেণির রেজাল্ট জানতে হলে আইএসসি কোর্স বেছে নিতে হবে। এর পরে ছাত্রছাত্রীদের নিজের রেজাল্ট দেখতে প্রথমে তাঁদের ইউনিক আইডি, ইনডেক্স নম্বর এবং স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা (কম্পিউটার এবং মানুষের মধ্যে পার্থক্য বোঝার সুরক্ষা ব্যবস্থা) টাইপ করতে হবে। তার পরে দেখা যাবে রেজাল্ট।
advertisement
আরও পড়ুন: ২ মে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ, মার্কশিট কবে হাতে পাবেন?
এ ছাড়া ডিজিলকার থেকেও রেজাল্ট দেখা যাবে। তার জন্য প্রথমে ডিজিলকার পোর্টালে https://results.digilocker.gov.in ওয়েব অ্যাড্রেসে যেতে হবে। সেখানে সিআইএসসিই-র আলাদা বিভাগ রয়েছে। সেখানে গিয়ে দশমে রেজাল্ট জানতে আইসিএসই-র বোতামে ক্লিক করতে হবে। পরের পাতায় ইনডেক্স নম্বর এবং অ্যাডমিট কার্ডে লেখা জন্মতারিখ দিয়ে ‘সাবমিট’ করলে ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। দ্বাদশ শ্রেণির রেজাল্ট জানতে একই পদ্ধতি অনুসরণ করতে হবে আইএসসি বাটনে ক্লিক করে।
advertisement
আরও পড়ুন: ২ মে মাধ্যমিকের ফলপ্রকাশ, কোথায়-কখন-কোন লিঙ্কে রেজাল্ট দেখা যাবে? এক ক্লিকে জানুন
রেজাল্টের প্রিন্ট আউট পেতে রেজাল্টের ওয়েবপেজে প্রিন্ট লেখা বাটনে ক্লিক করলে ছাপার অক্ষরে রেজাল্ট হাতে পাবেন ছাত্রছাত্রীরা। পরীক্ষার খাতা ‘রিচেক’ করাতে চাইলে ৪ মের মধ্যে তা করতে হবে। রেজাল্ট ‘রিচেক’ করার জন্য সিআইএসসিইর ওয়েবসাইট http://cisce.org-এ মেনু তালিকা থেকে বেছে নিতে হবে ‘পাবলিক সার্ভিস’। সেখানে সিআইএসসিই-র সার্ভিস পোর্টালে লগ ইন করতে হবে নথিভুক্ত বা রেজিস্টার্ড ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে। যাদের রেজিস্টার্ড ইমেল নেই, তাদের নিজেদের ইমেল নথিভুক্ত করাতে হবে ‘রেজিস্টার নাউ’ বোতামে।
advertisement
গত বছর পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল ৬ মে, আইএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছিল ১৪ মে।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 30, 2025 11:27 AM IST