TRENDING:

ISC Board Result 2023: প্রথম স্থানে দুজন, দ্বিতীয় স্থানে পাঁচজন, ISC- তে সেরাদের তালিকায় বাংলার কারা?

Last Updated:

ঘোষিত হয়েছে ISC দ্বাদশ শ্রেণির ফলাফল৷ প্রতি বছরের মতো এবছরও সেরাদের তালিকায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের একাধিক ছাত্র

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঘোষিত হয়েছে ISC দ্বাদশ শ্রেণির ফলাফল৷ প্রতি বছরের মতো এবছরও সেরাদের তালিকায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের একাধিক ছাত্র৷ গতকাল ফল ঘোষণার কথা থাকলেও শেষমেশ জানা যায় আজ ঘোষণা করা হবে৷ কথা মতোই বিকেল ৩ টের সময় দশম ও দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ করল CISCE অর্থাৎ কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট৷
প্রথম স্থানে দুজন, দ্বিতীয় স্থানে পাঁচজন, ISC- তে সেরাদের তালিকায় বাংলার কারা?
প্রথম স্থানে দুজন, দ্বিতীয় স্থানে পাঁচজন, ISC- তে সেরাদের তালিকায় বাংলার কারা?
advertisement

এক নজরে দেখে নিন সেরাদের তালিকা

৯৯.৭৫ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থানে দুজন

শুভম কুমার আগরওয়াল- সেন্ট জোসেফ স্কুল, ভক্তিনগর

মান্য গুপ্তা- দ্য হেরিটেজ স্কুল, কলকাতা

৯৯.৫ শতাংশ নম্বর পেয়ে  দ্বিতীয় স্থানে পাঁচজন

শুভশ্রী সাহু জি ডি বিড়লা সেন্টার ফর এডুকেশন, কলকাতা

সিদ্ধার্থ কুমার দুগার-এম সি কেজরিওয়াল বিদ্যাপীঠ, হাওড়া

অনুষ্কা সামন্ত- অ্যাডামাস ইন্টারন্যাশানাল স্কুল, বেলঘরিয়া

advertisement

অনুশা মাইতি- প্রাত মেমোরিয়াল স্কুল, কলকাতা

ঐশি গঙ্গোপাধ্যায়- জি ডি বিড়লা সেন্টার ফর এডুকেশন

অন্তরা বন্দোপাধ্যায় মর্ডান হাইস্কুল ফর গার্লস, কলকাতা

৯৯.২৫ শতাংশ পেয়ে তৃতীয় স্থানে দশজন

মেঘমালা দাশগুপ্ত- অক্সাইল কলভেন্ট স্কুল, ব্যান্ডেল

উপাসনা দাস- জি ডি বিড়লা সেন্টার ফর এডুকেশন

শুভম ভাট- বিবেকানন্দ মিশন স্কুল, জোকা, কলকাতা

সাক্ষী ভগত- লা মার্টিন ফর গার্লস কলকাতা

advertisement

আদ্যা ভগত- লা মার্টিন ফর গার্লস, কলকাতা

আরও পড়ুন: ১০০ তে ১০০! অসাধারণ ফল করে নিজের জেলার সেরা হলেন এই ছাত্রী

দেবারতি ঘোষ- শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ এডুকেশন কলকাতা,

প্রতিতী মাজি – দিল্লি পাবলিক স্কুল মেগাসিটি, কলকাতা

আহির বন্দোপাধ্যায় – সেন্ট অ্যাগনেস কলভেন্ট স্কুল , হাওড়া

সিলভিয়া নাথ – সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন, পানিহাটি

advertisement

কনিকা চন্দক-মর্ডান হাইস্কুল ফর গার্লস, কলকাতা

কীভাবে ফলাফল দেখবেন জেনে নিন

ফলাফল দেখার জন্য ওয়েবসাইটে গিয়ে ছাত্রছাত্রীদের কোর্স কোড, ইনডেক্স নম্বর, ক্যান্ডিডেট ইউআইডি এবং ক্যাপচা কোড দিতে হবে৷ প্রকাশের পরেই এই জরুরি তথ্যগুলি দিয়ে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিন ফলাফল৷ অবশ্য ফলাফল দেখার জন্য SMS এবং Digilocker-এর ব্যবস্থাও রয়েছে৷

advertisement

Digilocker-এর মাধ্যমে কীভাবে দেখবেন?

ধাপ ১. digilocker.gov.in ওয়েবসাইটটি খুলুন।

ধাপ ২. আপনার অ্যাকাউন্টের শংসাপত্র ব্যবহার করে লগইন করুন।

ধাপ ৩. এডুকেশন ট্যাবে থাকা CISCE লিঙ্কে ক্লিক করুন।

ধাপ ৪. CISCE Class 12 result 2023’ নির্বাচন করুন

ধাপ ৫. আপনার মার্কশিট এখন স্ক্রিনে দেখা যাবে

ধাপ ৬. ডাউনলোড করুন এবং এর প্রিন্টআউট করে নিন

আরও পড়ুন: ICSE ও ISC-র ফলাফল প্রকাশিত, এক ক্লিকে দেখে নিন রেজাল্ট

SMS-এর মাধ্যমে ইন্টারনেট ছাড়াই দেখতে পারবেন ফলাফল

ধাপ ১. আপনার মোবাইলে একটি মেসেজ ডায়ালগ বক্স খুলুন

ধাপ ২. প্রথমে ICSE লিখে তারপর আপনার ইউনিক আইডি দিন। উদাহরণস্বরূপ, ICSE 1234567 (সাতটি সংখ্যার ইউনিক আইডি)

ধাপ ৩. 0924808288 নম্বরে এসএমএস পাঠান

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় বারাসাত জুড়ে থিমের ছড়াছড়ি! বাড়ি বসেই দেখুন এবারের সেরা কিছু মণ্ডপ
আরও দেখুন

ধাপ ৪. আপনার ফলাফল ফোনের SMS-এই চলে আসবে

বাংলা খবর/ খবর/শিক্ষা/
ISC Board Result 2023: প্রথম স্থানে দুজন, দ্বিতীয় স্থানে পাঁচজন, ISC- তে সেরাদের তালিকায় বাংলার কারা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল