CBSE Board Result 2023: ১০০ তে ১০০! অসাধারণ ফল করে নিজের জেলার সেরা হলেন এই ছাত্রী

Last Updated:

দশম শ্রেণির পরীক্ষায় অঙ্কে ১০০ তে ১০০, সঙ্গে অন্যান্য বিষয়ে অসাধারণ নম্বর পেয়ে অসাধারণ কৃতিত্বের অধিকারিণী দিয়া৷

১০০ তে ১০০! অসাধারণ ফল করে নিজের জেলার সেরা হলেন এই ছাত্রী
১০০ তে ১০০! অসাধারণ ফল করে নিজের জেলার সেরা হলেন এই ছাত্রী
প্রকাশিত হয়েছে CBSE বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণির ফলাফল৷ প্রতি বছরের মতো এবছরও কিছু ছাত্রছাত্রীর ফলাফল চমকে দেওয়ার মতো৷ দশম শ্রেণির পরীক্ষায় অঙ্কে ১০০ তে ১০০, সঙ্গে অন্যান্য বিষয়ে অসাধারণ নম্বর পেয়ে অসাধারণ কৃতিত্বের অধিকারিণী দিয়া৷
তবে, শুধু অঙ্ক নয়, প্রতিটি বিষয়েই দিয়ার নম্বর নজরকাড়া৷ ইংরেজিতে দিয়ার প্রাপ্ত নম্বর ৯৪, হিন্দিতে ৯৫, গণিতে ১০০, বিজ্ঞানে ৯৯, সামাজিক বিজ্ঞানে ৯৯ এবং তথ্য প্রযুক্তিতে ৮৮৷ তবে, বেশিরভাগ ছাত্রছাত্রীর কাছে অঙ্ক মানেই ত্রাস৷ সেই অঙ্কে ১০০ তে ১০০ পেয়েছে দশম শ্রেণির এই কৃতি ছাত্রী৷ তার সাফল্যে খুশি পরিবার থেকে স্কুল কতৃপক্ষ সকলেই৷
advertisement
Check : ডব্লিউবি মাধ্যমিক 10 তম ফলাফল 2023
বিহারের মধেপুরা জেলার হোলি ক্রস স্কুলের দশম শ্রেনির ছাত্রী দিয়া৷ স্কুলের ফলাফল অনুসারে দিয়াই সেরার স্থানে৷ শুধুমাত্র স্কুলে নয়, নিজের জেলাতেও সেরার স্থানে দিয়ার ফলাফল৷ সিবিএসই বোর্ডের ঘোষিত ফলাফল অনুযায়ী সমস্ত বিষয় মিলিয়ে মোট ৯৭.৫ শতাংশ নম্বর পেয়েছে সে।
advertisement
advertisement
কিন্তু এমন নজরকাড়া সাফল্যের পেছনে কার অবদান সবচেয়ে বেশি? কোনও একজন ব্যক্তি নয়, দিয়া তাঁর সাফল্যের কৃতিত্ব ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে৷ তাঁর কথায়, ‘‘সবাই আমাকে কিছু না কিছু শিখিয়েছে, সবার শেখানো বিষয়গুলোকে কাজে লাগিয়েই কঠোর পরিশ্রম করেছি। তারই ফলস্বরূপ আজ জেলায় টপার হতে পেরেছি৷’’
advertisement
প্রতিটি বিষয়েই অসাধারণ নম্বর পেয়েছেন দিয়া৷ তবে, তাঁর ভাললাগার বিষয় বিজ্ঞান৷ ভবিষ্যতেও বিজ্ঞান নিয়েই এগোতে চান তিনি৷ দিয়ার বাবা গোপাল কুমার পেশায় শিক্ষক, এবং মা পিঙ্কি কুমারী গৃহিণী৷
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
CBSE Board Result 2023: ১০০ তে ১০০! অসাধারণ ফল করে নিজের জেলার সেরা হলেন এই ছাত্রী
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement