মেঘমালার প্রাপ্ত নম্বর
বাংলা – ৯৪
ইংরেজি – ৯৯
গণিত – ৯৫
পদার্থবিদ্যা – ৯৮
জীববিদ্যা – ১০০
রসায়ন – ১০০
চুঁচুড়া আমড়াতলার লেনের বাসিন্দা দাদু মানস দাশগুপ্ত চুঁচুড়া মল্লিক বাটি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, ঠাকুমা শিবানী দাশগুপ্ত বঙ্গ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন স্কুল শিক্ষিকা। বাবা শমীক দাশগুপ্ত খন্যান ইটাচুনা কলেজের ইংরেজির অধ্যাপক। মা সুরঞ্জনা অর্থনীতিতে গোল্ড মেডেলিস্ট। তাই পড়াশোনার পরিবেশেই বড় হয়ে ওঠা মেঘমালার।
advertisement
আরও পড়ুন: দেশের সেরা বাংলার ছাত্র, দ্বিতীয় স্থানে ৫ এবং তৃতীয় স্থানে ১৬! এক নজরে রাজ্যের সেরারা
তবে কোনো দিনই তাকে পড়ার জন্য বলতে হয়নি। নিজে থেকেই বই নিয়ে বসে পড়ে। পড়ার বাইরে মেঘমালার পছন্দ রবীন্দ্রনাথের গান ও গোয়েন্দার গল্প যেমন ফেলুদা। মেখলা নিজেও ভালো গান করেন। গানের পাশাপাশি ছবি আঁকার প্রতি ও বিশেষ ঝোঁক রয়েছে তার। সেল্ফ ডিফেন্সের জন্য ক্যারাটে শেখেন ছোট থেকে।
আরও পড়ুন: সারা দেশে প্রথম বাংলার সম্বিত, তাঁর নম্বর শুনলে চমকে যাবেন!
মা সুরঞ্জনা দাশগুপ্ত জানান, মাতৃ দিবসের দিনটি তার কাছে আরো বিশেষ হয়ে গেলো মেয়ের সাফল্যের কারণে। তিনি আরো বলেন, মেয়ে খুব পরিশ্রম করেছে তার ফল পেয়েছে। করোনা কালে ক্লাস টেনে বোর্ডের পরীক্ষা দিতে পারেনি। মানসিক ভাবে খুব যন্ত্রনায় ছিল সে। সেই জায়গা থেকে এই জায়গায় পৌঁছাতে পেরেছে তাতেই খুশি গোটা পরিবার।
রাহী হালদার