IREL Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ১৬ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ইন্ডিয়ান রেয়ার আর্থ লিমিটেড (IREL) |
পদের নাম | চিফ জেনারেল ম্যানেজার, চিফ ম্যানেজার, ম্যানেজার |
শূন্যপদের সংখ্যা | কিছু জানানো হয়নি |
কাজের স্থান | কিছু জানানো হয়নি |
কাজের ধরন | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
বেতনক্রম | চিফ জেনারেল ম্যানেজার- মাসিক ১২০০০০-২৮০০০০ টাকা, চিফ ম্যানেজার- মাসিক ৮০০০০-২২০০০০ টাকা, সিনিয়র ম্যানেজার - মাসিক ৭০০০০-২০০০০০ টাকা, ম্যানেজার সিকিউরিটি - মাসিক ৬০০০০-১৮০০০০ টাকা |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ১৬.০২.২০২২RRB NTPC CBT 2, Group D Protests |
IREL Recruitment 2022: আবেদনের যোগ্যতা
চিফ জেনারেল ম্যানেজার (এইচআরএম)- পিজি/পিজি ডিপ্লোমা/এমবিএ/এমএ/এমএসডব্লিউ/ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে স্পেশ্যালাইজেশন সহ ডিগ্রি প্রাপ্ত। এইচআরএম-এ ন্যূনতম ২৪ বছরের প্রার্থীরা যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে তারা আবেদনের যোগ্য।
চিফ ম্যানেজার/সিনিয়র ম্যানেজার প্রজেক্ট - ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, ইন্সটলেশন, টেস্টিং কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা সহ ন্যূনতম ২০ বছএ বয়সীরা আবেদনের যোগ্য।
আরও পড়ুন- সরকারি চাকরির সুযোগ! কেন্দ্রীয় সরকারে অধীনে প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি
ম্যানেজার সিকিউরিটি – স্নাতক ডিগ্রি সহ ক্যাপ্টেন পদমর্যাদার সঙ্গে সেনাবাহিনীতে জাকের অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীরা আবেদনের যোগ্য।
যে প্রার্থীরা পদগুলির জন্য আবেদন করতে চান তাঁরা শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও অন্যান্য বিষয় এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির মাধ্যমে www.irel.co.in জানতে পারেন।
আরও পড়ুন- রেলওয়ের গ্রুপ ডি পরীক্ষা নিয়ে বিতর্ক! দু’পক্ষের যুক্তি নিয়েই শুরু হয়েছে ধুন্ধুমার কান্ড!
IREL Recruitment 2022: বেতনক্রম
চিফ জেনারেল ম্যানেজার- মাসিক ১২০০০০-২৮০০০০ টাকা
চিফ ম্যানেজার- মাসিক ৮০০০০-২২০০০০ টাকা
সিনিয়র ম্যানেজার - মাসিক ৭০০০০-২০০০০০ টাকা
ম্যানেজার সিকিউরিটি - মাসিক ৬০০০০-১৮০০০০ টাকা
IREL Recruitment 2022: বিশেষ ঘোষণা
REL পারমাণবিক শক্তি বিভাগের অধীনে কাজ করে। এর কর্পোরেট অফিস মুম্বইতে অবস্থিত। এটি অ্যাটোমিক মিনারেল মাইনিং এবং মিনারেল প্রসেসিং প্ল্যান্টের পরিচালনাকারী বিভাগ।