NIPER Recruitment 2022: সরকারি চাকরির সুযোগ! কেন্দ্রীয় সরকারে অধীনে প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি

Last Updated:

NIPER Recruitment 2022: আবেদন প্রক্রিয়া শুরু হবে ১লা ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং চলবে ২রা মার্চ ২০২২ পর্যন্ত।

NIPER Recruitment 2022
NIPER Recruitment 2022
#নয়াদিল্লি: সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (NIPER), হায়দরাবাদের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে সায়েন্টিস্ট টেকনিক্যাল সুপারভাইজার, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট্যান্ট, রিসেপশনিস্ট কাম টেলিফোন অপারেটর, স্টোর কিপার, জুনিয়র হিন্দি অনুবাদক, অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
NIPER Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ১লা ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং চলবে ২রা মার্চ ২০২২ পর্যন্ত। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
NIPER Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৪১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
NIPER Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত বিবরণ
সুপারভাইজার গ্রেড I৩টি পদ
সুপারভাইজার গ্রেড II৩টি পদ
অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার১টি পদ
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার১টি পদ
অ্যাকাউন্ট্যান্ট২টি পদ
রিসেপশনিস্ট কাম টেলিফোন ১টি পদ
স্টোর কিপার১টি পদ
জুনিয়র হিন্দি অনুবাদক১টি পদ
অ্যাসিস্ট্যান্ট গ্রেড I১টি পদ
অ্যাসিস্ট্যান্ট গ্রেড II৩টি পদ
advertisement
জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট৪টি পদ
মোট শূন্যপদ২০টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (NIPER)
পদের নাম: সায়েন্টিস্ট টেকনিক্যাল সুপারভাইজার সহ অন্যান্য পদ
শূন্যপদের সংখ্যা: ৪১
কাজের স্থান: হায়দরাবাদ
কাজের ধরন: কিছু জানানো হয়নি
advertisement
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: বিশদে দেখুন
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ০৪.০২.২০২২
NIPER Recruitment 2022: বয়সসীমা
সায়েন্টিস্ট/টেকনিক্যাল সুপারভাইজার গ্রেড I পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। যেখানে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ২৭ বছর। এছাড়াও, সমস্ত পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর।
advertisement
http://www.niperhyd.ac.in/PDFFiles/Employment_Notification_No_NIPER-HYD012021-22.pdf - যে প্রার্থীরা পদগুলির জন্য আবেদন করতে চান তাঁরা শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও অন্যান্য বিষয় এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারেন।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
NIPER Recruitment 2022: সরকারি চাকরির সুযোগ! কেন্দ্রীয় সরকারে অধীনে প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement