Job Alert : সারাদেশে এই ৭টি বিভাগে আবেদনের শেষ তারিখ! দেরি না করে শীঘ্র আবেদন করুন!

Last Updated:

Job Alert : আগামীকাল সারাদেশে এই ৭টি বিভাগে আবেদনের শেষ তারিখ। রইল শূন্যপদের বিস্তারিত বিবরণ।

প্রশ্ন- কোন দেশের দুইজন প্রেসিডেন্ট আছে?
উত্তরঃ সান মারিনো।
প্রশ্ন- এমন কি জিনিস যা ঠান্ডায়ও গলে যায়?
উত্তরঃ মোমবাতি।
প্রশ্নঃ কম্পিউটারকে হিন্দিতে কী বলা হয়?
উত্তরঃ কম্পিউটার।
প্রশ্ন- কোন দেশের দুইজন প্রেসিডেন্ট আছে? উত্তরঃ সান মারিনো। প্রশ্ন- এমন কি জিনিস যা ঠান্ডায়ও গলে যায়? উত্তরঃ মোমবাতি। প্রশ্নঃ কম্পিউটারকে হিন্দিতে কী বলা হয়? উত্তরঃ কম্পিউটার।
#নয়াদিল্লি: সরকারি চাকরি খুঁজছেন এমন যুবকদের জন্য একটি দারুণ সুযোগ! আগামীকাল সারাদেশে এই ৭টি বিভাগে আবেদনের শেষ তারিখ। রইল শূন্যপদের বিস্তারিত বিবরণ।
MoFPI Recruitment 2022: খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রণালয়ে কনসালটেন্ট এবং তরুণ পেশাদারদের পদে আবেদন করার শেষ তারিখ আগামীকাল৷ আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা MoFPI এর অফিসিয়াল ওয়েবসাইট mofpi.gov.in-এ গিয়ে আবেদন করতে পারেন। এছাড়াও, প্রার্থীরা https://www.mofpi.gov.in/announcements বা https://www.mofpi.gov.in/sites/default/files/advertisement এই লিঙ্কে ক্লিক করে এই পদগুলির জন্য সরাসরি আবেদন করতে পারেন। শূন্যপদ মোট ২৯টি।
advertisement
Indian Coast Guard Recruitment 2022: ইঞ্জিন ড্রাইভার, সারেং লস্কর, ফায়ার ইঞ্জিন ড্রাইভার, ফায়ারম্যান, সিভিলিয়ান মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার, মোটর ট্রান্সপোর্ট ফিটার, স্টোর কিপার গ্রেড II, স্প্রে পেইন্টার ইত্যাদি পদে আবেদনের শেষ তারিখ আগামীকাল। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ভারতীয় কোস্ট গার্ডের অফিসিয়াল ওয়েবসাইট indiancoastguard.gov.in-এ গিয়ে আবেদন করতে পারেন। এছাড়াও, https://indiancoastguard.gov.in/ এই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই আবেদন করা যেতে পারে। শূন্যপদ মোট ৯৬টি।
advertisement
advertisement
NIPER Recruitment 2022: ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (NIPER) রায়বরেলিতে বিভিন্ন শিক্ষক ও অশিক্ষক পদে নিয়োগ চলছে। আগ্রহীরা NIPER-এর অফিসিয়াল ওয়েবসাইট, niperraebareli.edu.in-এ গিয়ে আবেদন করতে পারেন। সরাসরি আবেদনের জন্য http://niperraebareli.edu.in/recruitment.html এই লিঙ্ক ব্যবহার করা যাবে। শূন্যপদ মোট ১০টি।
advertisement
District Court Raipur Recruitment 2022: জেলা আদালত রায়পুরে জেলা আইন ও দায়রা জজ, রায়পুর সহকারী গ্রেড-৩, স্টেনোগ্রাফার এবং অন্যান্য পদে নিয়োগ চলছে। আগ্রহীরা districts.ecourts.gov.in/raipur-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। সরাসরি আবেদনের লিঙ্ক https://districts.ecourts.gov.in/raipur। বিশদ নোটিশ https://districts.ecourts.gov.in/sites/default/files/REC_2021.pdf। শূন্যপদ মোট ৬৭টি।
DSE Odisha Recruitment 2022: সেকেন্ডারি এডুকেশন ওড়িশা অধিদফতর (DSE Odisha) প্রাথমিক নিয়োগে শিক্ষকের পদে আবেদন প্রক্রিয়া চলছে। আগ্রহীরা অফিসিয়াল ওয়েবসাইট, dseodisha.in-এ গিয়ে আবেদন করতে পারেন। সরাসরি আবেদনের লিঙ্ক https://dseodisha.in/। বিশদ নোটিশ লিঙ্ক- https://dseodisha.in/pdf_2022/Advertisement_for_Recruitment। শূন্যপদ মোট ১১৪০৩টি।
advertisement
AAI Recruitment 2022: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে (AAI) জুনিয়র এবং অ্যাসোসিয়েট কনসালটেন্ট পদে নিয়োগ চলছে। আগ্রহীরা অফিসিয়াল ওয়েবসাইট, aai.aero-এ গিয়ে আবেদন করতে পারেন। সরাসরি আবেদনের লিঙ্ক https://www.aai.aero/en। বিশদ নোটিশ লিঙ্ক- https://www.aai.aero/sites/default/files। শূন্যপদ মোট ৫টি।
advertisement
IOCL Recruitment 2022: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে মার্কেটিং বিভাগের অধীনে ট্রেড অ্যাপ্রেন্টিস এবং টেকনিশিয়ান শিক্ষানবিশ পদের জন্য আবেদনের শেষ দিন ৩১ জানুয়ারি, ২০২২। আগ্রহীরা অফিসিয়াল ওয়েবসাইট, iocl.com-এ গিয়ে আবেদন করতে পারেন। সরাসরি আবেদনের লিঙ্ক https://iocl.com/। বিশদ নোটিশ https://iocl.com/admin/img/Apprenticeships। শূন্যপদ মোট ৬২৬টি।
তাই দেরি না করে শীঘ্রই আবেদন করুন এই উল্লিখিত চাকরিগুলির জন্য।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job Alert : সারাদেশে এই ৭টি বিভাগে আবেদনের শেষ তারিখ! দেরি না করে শীঘ্র আবেদন করুন!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement