আরও পড়ুন : দেদার চলছে এসি? গরম পড়তেই লম্বা-চওড়া ইলেকট্রিক বিলের আতঙ্ক? হাতে রাখুন এই ৪ মোক্ষম টিপস
রেলওয়ের (Indian Railways) এই বিশেষ সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই রেলওয়ের চাকরিপ্রার্থীদের মধ্যে আলোচনা তুঙ্গে উঠেছে।
গত বুধবার কেন্দ্রের তরফে রেলওয়েতে তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিদের শূন্যপদ পূরণের জন্য বিশেষ নিয়োগ ড্রাইভ বাতিল করা হবে বলে ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন ধরে রেলওয়েতে তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিদের শূন্যপদ পূরণ করার জন্য বিশেষ নিয়োগ ড্রাইভের ব্যবস্থা করা হতো।
advertisement
গত বুধবার লোকসভায় সাপ্লিমেন্টারির জবাবে, মাননীয় রেলমন্ত্রী (Indian Railways) অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) বলেছেন যে রেলওয়ে নিয়মিত বিরতিতে কর্মী নিয়োগ করে আসছে এবং সেই কারণেই বিশেষ কোনও রিক্রুটমেন্ট ড্রাইভ চালু করার দরকার নেই।
তিনি আরও বলেছেন যে, এসসি, এসটি এবং ওবিসিদের শূন্যপদের ব্যাকলগ দূর করার জন্য রেলওয়ে (Indian Railways) দ্বারা সর্বশেষ বিশেষ নিয়োগ ড্রাইভ অনুষ্ঠিত হয়েছিল ২০০৮ সালে।
রেলমন্ত্রী জানান, "DOP&T-এর নির্দেশ অনুসারে ২০০৮ সালে চালু করা বিশেষ নিয়োগ ড্রাইভের অনুসরণে, ১৪৮৬৮টি ব্যাকলগ শূন্যপদ [SCs (৪০০৩), STs (৪১৪৩) এবং OBCs (৬৭২২)] একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লিয়ারেন্সের জন্য চিহ্নিত করা হয়েছিল। ৩১ মার্চ, ২০১৭ সালে পদ্ধতিগত ভাবে সম্পূর্ণ নিয়োগ করা এবং নিয়োগ সংক্রান্ত যাবতীয় কাজ সম্পূর্ণরূপে সম্পন্ন করা হয়েছে।”
তিনি আরও যোগ করে বলেন যে, ২০১০ সাল থেকে, রেলওয়েতে নিয়োগ প্রক্রিয়া নিয়মিতভাবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (Railway Recruitment Boards) এবং রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (Railway Recruitment Cells) নামে অনুমোদিত নিয়োগকারী সংস্থার মাধ্যমে করা হচ্ছে।
“এসসি, এসটি এবং ওবিসিদের ঘাটতি বা ব্যাকলগ শূন্যপদগুলি অপূর্ণ রেখে যাওয়া আসলে পরবর্তী রিক্রুটমেন্ট সার্কেলে সাবসিকিউয়েন্ট হিসেবে ধরা হয়।” তিনি বলেন, রেলওয়েতে অনলাইনে নিয়োগ চলছে এবং এই নিয়োগ প্রক্রিয়াটিকে আরও ত্বরান্বিত করতে সরকার বদ্ধপরিকর ভাবে কাজ করছে।
২০ হাজার ৯৪৪টি তফসিলি জাতি এবং ১০ হাজার ৯৩০টি তফসিলি উপজাতির পদ সহ মোট ১ লক্ষ ৪০ হাজার ৭১৩টি শূন্যপদ বর্তমানে লেভেল-১ থেকে লেভেল-৭-এর জন্য নিয়োগের অধীনে রয়েছে বলে জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।