Cyclone Ashani: বঙ্গোপসাগরে বেড়ে উঠছে ঘূর্ণিঝড় অশনি! ঘণ্টায় ১৫০ কিমি বেগে হাড়হিম করবে, দক্ষিণবঙ্গের লেটেস্ট আপডেট
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Cyclone Ashani: গতবার এপ্রিল পর্যন্ত কোনও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা ছিল না। এবার প্রাক মরশুমেই মাঝ সমুদ্রে চোখ পাকাচ্ছে ঘূর্ণিঝড় অশনি। এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে শ্রীলঙ্কা।
advertisement
advertisement
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বুধবার জানিছেন যে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ১৫ মার্চ একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা ত্রমেই উপরসাগর অঞ্চলে আন্দামানের কাছাকাছি এসে শক্তি সঞ্চয় করবে। পরে ১৯ মার্চ এই নিম্নচাপটি দক্ষিণ ও পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে এটি স্পষ্ট নিম্নচাপে পরিণত হবে।
advertisement
advertisement
নিম্নচাপটি ক্রমেই উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে রবিবার। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে সোমবার অর্থাৎ ২১ মার্চ, ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই গভীর নিম্নচাপ। প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিম মুখী হয়ে এগোবে। এরপর সেটি উত্তর-উত্তরপূর্ব দিকে বাঁক নিতে পারে বলে পূর্বভাস। আগামী বুধবার ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও মায়ানমার উপকূলের স্থলভাগের প্রবেশ করতে পারে।
advertisement
advertisement
advertisement