How to Reduce AC Bill: দেদার চলছে এসি? গরম পড়তেই লম্বা-চওড়া ইলেকট্রিক বিলের আতঙ্ক? হাতে রাখুন এই ৪ মোক্ষম টিপস

Last Updated:
How to Reduce AC Bill: এখন থেকে পুজোর মাস পর্যন্ত একপ্রকার নিয়ম করে প্রতিদিন চলবে এসি। তাই ইলেক্ট্রিকের বিল যে লম্বা হতে চলেছে সে বিষয়ে প্রায় নিশ্চিত। কিন্তু জানেন কি কিছু টিপস অনুসরণ করলেই আপনার বিলে বেশ বড় রকমের ঘাটতি হবে।
1/7
গ্রীষ্মকাল আর দোরগোড়ায় নয়। হই হই করে ঢুকে পড়েছে ঘরে। মার্চ মাস শুরু হতে না হতেই রৌদ্রের প্রখর তাপে গলদঘর্ম অবস্থা মানুষজনের। তাই এসিও (Air Conditioner) চালাতে শুরু করে দিয়েছেন অনেকেই। কিন্তু মাথায় ঘুরছে মাস শেষের লম্বা বিলের ভয়। তাই অনেকেই আগেভাগে এসিটিকে ভাল করে সার্ভিসিংও করিয়ে নিয়েছেন, যাতে ইলেকট্রিক বিলটা (Electricity Bill) একটু কম আসে।
গ্রীষ্মকাল আর দোরগোড়ায় নয়। হই হই করে ঢুকে পড়েছে ঘরে। মার্চ মাস শুরু হতে না হতেই রৌদ্রের প্রখর তাপে গলদঘর্ম অবস্থা মানুষজনের। তাই এসিও (Air Conditioner) চালাতে শুরু করে দিয়েছেন অনেকেই। কিন্তু মাথায় ঘুরছে মাস শেষের লম্বা বিলের ভয়। তাই অনেকেই আগেভাগে এসিটিকে ভাল করে সার্ভিসিংও করিয়ে নিয়েছেন, যাতে ইলেকট্রিক বিলটা (Electricity Bill) একটু কম আসে।
advertisement
2/7
কিন্তু তাতেই কী হবে সুরাহা? গরম যা বাড়ছে তাতে এখন থেকেই চালু করে পুজোর আগে অক্টোবর মাস পর্যন্ত একপ্রকার নিয়ম করে প্রতিদিন চলবে এসি। তাই ইলেক্ট্রিকের বিল যে লম্বা হতে চলেছে সে বিষয়ে প্রায় নিশ্চিত। কিন্তু জানেন কি কিছু টিপস অনুসরণ করলেই আপনার বিলে বেশ বড় রকমের ঘাটতি হবে।
কিন্তু তাতেই কী হবে সুরাহা? গরম যা বাড়ছে তাতে এখন থেকেই চালু করে পুজোর আগে অক্টোবর মাস পর্যন্ত একপ্রকার নিয়ম করে প্রতিদিন চলবে এসি। তাই ইলেক্ট্রিকের বিল যে লম্বা হতে চলেছে সে বিষয়ে প্রায় নিশ্চিত। কিন্তু জানেন কি কিছু টিপস অনুসরণ করলেই আপনার বিলে বেশ বড় রকমের ঘাটতি হবে।
advertisement
3/7
উল্লেখ্য ইতিমধ্যেই বিলের চক্করে অনেক বাড়িতে ১০-১৫ মিনিট এসি চালিয়ে বন্ধ করে দেওয়া হয়। ঘর একটু ঠান্ডা হলে তারপরে পাখা চালিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয়। এসি চালিয়েও ইলেকট্রিক বিল কমানোর জন্য সহায়ক হয় এই তরিকা। তবে আরও কয়েকটি উপায় রয়েছে, যেগুলি মেনে চললে কিন্তু বেশ ভালো রকমের সাশ্রয় করতে পারবেন আপনার ইলেকট্রিক বিলে।
উল্লেখ্য ইতিমধ্যেই বিলের চক্করে অনেক বাড়িতে ১০-১৫ মিনিট এসি চালিয়ে বন্ধ করে দেওয়া হয়। ঘর একটু ঠান্ডা হলে তারপরে পাখা চালিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয়। এসি চালিয়েও ইলেকট্রিক বিল কমানোর জন্য সহায়ক হয় এই তরিকা। তবে আরও কয়েকটি উপায় রয়েছে, যেগুলি মেনে চললে কিন্তু বেশ ভালো রকমের সাশ্রয় করতে পারবেন আপনার ইলেকট্রিক বিলে।
advertisement
4/7
এসি চালানোর খানিকক্ষণ আগে অল্প কিছু সময়ের জন্য আপনার ঘরের সমস্ত দরজা-জানলা খুলে দিন এবং পাখাটাও চালিয়ে দিন। এই দুটি কাজ করে রাখলে, আপনার ঘরের ভেন্টিলেশন প্রক্রিয়া আরও ভাল হবে এবং গরমে যে ঘর তেতে থাকে, সেই হিটও বেরিয়ে যেতে পারবে। এর ফলে, এসি তার কুলিং সিস্টেম তাড়াতাড়ি চালু করতে সক্ষম হয়। এইভাবে প্রায় কুড়ি মিনিট দরজা জানালা খুলে রাখলে তারপরে যখন দরজা-জানলা বন্ধ করে আবার এসি চালাবেন, তখন ঘরটি ঠান্ডা করতে আপনার এসি সময় নেবে মাত্র আধ ঘণ্টা বা তারও কম।
এসি চালানোর খানিকক্ষণ আগে অল্প কিছু সময়ের জন্য আপনার ঘরের সমস্ত দরজা-জানলা খুলে দিন এবং পাখাটাও চালিয়ে দিন। এই দুটি কাজ করে রাখলে, আপনার ঘরের ভেন্টিলেশন প্রক্রিয়া আরও ভাল হবে এবং গরমে যে ঘর তেতে থাকে, সেই হিটও বেরিয়ে যেতে পারবে। এর ফলে, এসি তার কুলিং সিস্টেম তাড়াতাড়ি চালু করতে সক্ষম হয়। এইভাবে প্রায় কুড়ি মিনিট দরজা জানালা খুলে রাখলে তারপরে যখন দরজা-জানলা বন্ধ করে আবার এসি চালাবেন, তখন ঘরটি ঠান্ডা করতে আপনার এসি সময় নেবে মাত্র আধ ঘণ্টা বা তারও কম।
advertisement
5/7
২) এসি-র সঠিক তাপমাত্রা সেট করুন আরও একটি উপায় হল কুলিং সিস্টেমের তাপমাত্রা নিয়ন্ত্রণ। এসি অন করে তার তাপমাত্রা অন্তত ২০ মিনিটের জন্য ১৬ ডিগ্রিতে কুইক কুল মোডে রাখুন এবং তারপরে সেটিকে ২৪ ডিগ্রিতে সেট করুন। এমনটা করলেও ইলেকট্রিক বিল কম আসবে। ব্যুরো অফ এনার্জি এফিশিয়েন্সি-র একটি গবেষণা অনুযায়ী, এসি-র তাপমাত্রা ২৪ ডিগ্রিতে রাখা সবথেকে ভাল। কারণ, এই তাপমাত্রা মানব শরীরের জন্য স্বস্তিদায়ক। গবেষণা বলছে, এসি-র তাপমাত্রা যত বাড়ানো হয়, প্রতি ডিগ্রিতে ৬ শতাংশ করে বিদ্যুৎ সাশ্রয় হয়। তাই আপনার এসি ১৮ ডিগ্রির পরিবর্তে ২৪ ডিগ্রিতে চালিয়ে রাখলে ইলেকট্রিক বিল অনেকটাই বাঁচাতে পারবেন।
২) এসি-র সঠিক তাপমাত্রা সেট করুন আরও একটি উপায় হল কুলিং সিস্টেমের তাপমাত্রা নিয়ন্ত্রণ। এসি অন করে তার তাপমাত্রা অন্তত ২০ মিনিটের জন্য ১৬ ডিগ্রিতে কুইক কুল মোডে রাখুন এবং তারপরে সেটিকে ২৪ ডিগ্রিতে সেট করুন। এমনটা করলেও ইলেকট্রিক বিল কম আসবে। ব্যুরো অফ এনার্জি এফিশিয়েন্সি-র একটি গবেষণা অনুযায়ী, এসি-র তাপমাত্রা ২৪ ডিগ্রিতে রাখা সবথেকে ভাল। কারণ, এই তাপমাত্রা মানব শরীরের জন্য স্বস্তিদায়ক। গবেষণা বলছে, এসি-র তাপমাত্রা যত বাড়ানো হয়, প্রতি ডিগ্রিতে ৬ শতাংশ করে বিদ্যুৎ সাশ্রয় হয়। তাই আপনার এসি ১৮ ডিগ্রির পরিবর্তে ২৪ ডিগ্রিতে চালিয়ে রাখলে ইলেকট্রিক বিল অনেকটাই বাঁচাতে পারবেন।
advertisement
6/7
৩) এসি চালিয়ে টাইমার সেট করে দিন আরও একটি অব্যর্থ উপায় টাইমার সেট করা। হালফিলের বেশির ভাগ এসি মডেলেই রয়েছে টাইমার সেট করে রাখার সুবিধা। টাইমার সেট করে রাখার অর্থ হল, এটি নির্দিষ্ট সময়ে আপনার এসির স্যুইচ অফ করে দিতে পারে এবং তাতে বিদ্যুৎ খরচ সামান্য হলেও কম করা যায়। বেশির ভাগ মানুষই রাতে ঘুমানোর সময় এসি চালিয়ে টাইমার সেট করে রাখেন, যাতে একটা নির্দিষ্ট সময় পরে মেশিনের কম্প্রেসর বন্ধ হয়ে যায় এবং ইলেকট্রিক বিলও কম করা যায়।
৩) এসি চালিয়ে টাইমার সেট করে দিন আরও একটি অব্যর্থ উপায় টাইমার সেট করা। হালফিলের বেশির ভাগ এসি মডেলেই রয়েছে টাইমার সেট করে রাখার সুবিধা। টাইমার সেট করে রাখার অর্থ হল, এটি নির্দিষ্ট সময়ে আপনার এসির স্যুইচ অফ করে দিতে পারে এবং তাতে বিদ্যুৎ খরচ সামান্য হলেও কম করা যায়। বেশির ভাগ মানুষই রাতে ঘুমানোর সময় এসি চালিয়ে টাইমার সেট করে রাখেন, যাতে একটা নির্দিষ্ট সময় পরে মেশিনের কম্প্রেসর বন্ধ হয়ে যায় এবং ইলেকট্রিক বিলও কম করা যায়।
advertisement
7/7
৪) ঠিক সময়ে এসি সার্ভিসিং এমন কোনও নিয়ম নেই যে, এয়ার কন্ডিশনার আপনাকে বছরে একবারই সার্ভিসিং করতে হবে। আপনি যদি এমন কোনও এলাকায় বাসবাস করেন, যেখানে ধূলোবালি থেকে সৃষ্ট নোংরার পরিমাণ একটু বেশি, সেরকম জায়গায় দুই থেকে তিন মাস অন্তর এসি সার্ভিসিং করানো অত্যন্ত জরুরি। এমনটা করতে পারলে আপনার এসি যেমন ঠান্ডাও ভাল হবে, তেমনই আবার ইলেকট্রিক বিলও একটু সাশ্রয় করতে পারবেন।
৪) ঠিক সময়ে এসি সার্ভিসিং এমন কোনও নিয়ম নেই যে, এয়ার কন্ডিশনার আপনাকে বছরে একবারই সার্ভিসিং করতে হবে। আপনি যদি এমন কোনও এলাকায় বাসবাস করেন, যেখানে ধূলোবালি থেকে সৃষ্ট নোংরার পরিমাণ একটু বেশি, সেরকম জায়গায় দুই থেকে তিন মাস অন্তর এসি সার্ভিসিং করানো অত্যন্ত জরুরি। এমনটা করতে পারলে আপনার এসি যেমন ঠান্ডাও ভাল হবে, তেমনই আবার ইলেকট্রিক বিলও একটু সাশ্রয় করতে পারবেন।
advertisement
advertisement
advertisement