TRENDING:

India Post Recruitment 2022: মেগা রিক্রুটমেন্ট! ৩৮ হাজারেরও বেশি পদে নিয়োগ ভারতীয় ডাক বিভাগে

Last Updated:

India Post Recruitment 2022: আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ৫ জুন, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি ভারতীয় ডাক বিভাগের (India Post) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে গ্রামীণ ডাক সেবক (GDS), পোস্টমাস্টার (BPM), অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM) এবং ডাক সেবক পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ভারতীয় ডাক বিভাগের ওয়েবসাইটে indiapostgdsonline.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

India Post Recruitment 2022: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ৫ জুন, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সেক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

আরও পড়ুন- অন-অফের গেরোয় আটক ভবিষ্যৎ! কোন মাধ্যমে পরীক্ষা চায় CU? কী বলছেন পড়ুয়ারা?

India Post Recruitment 2022: শূন্যপদের সংখ্যা

প্রতিষ্ঠানের তরফে মোট ৩৮,৯২৬টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: ভারতীয় ডাক বিভাগ (India Post)

পদের নাম: গ্রামীণ ডাক সেবক, পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক

advertisement

শূন্যপদের সংখ্যা: ৩৮,৯২৬

কাজের স্থান: ভারত

কাজের ধরন: সরকারি

নির্বাচন পদ্ধতি: মেধা তালিকার ভিত্তিতে

আবেদন শুরুর তারিখ: বর্তমানে চলছে

শিক্ষাগত যোগ্যতা: বিশদ দেখুন

বেতনক্রম: বিশদ দেখুন

আবেদন পদ্ধতি: অনলাইন

আবেদনের শেষ তারিখ: ০৫.০৬.২০২২

India Post Recruitment 2022: আবেদনের যোগ্যতা

উল্লিখিত পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীদের ভারত সরকার/রাজ্য সরকার/ইউনিয়ন দ্বারা স্বীকৃত স্কুল শিক্ষা বোর্ডের পরীক্ষায় ম্যাথমেটিক্স এবং ইংরেজি বিষয়-সহ (বাধ্যতামূলক বা ঐচ্ছিক বিষয় হিসেবে) দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও প্রার্থীদের স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে।

advertisement

India Post Recruitment 2022: বয়সসীমা

আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুন- রাজ্য পুলিশে বিপুল কনস্টেবল নিয়োগ, বিশদে জানুন

India Post Recruitment 2022: আবেদন পদ্ধতি

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে indiapostgdsonline.gov.in যেতে হবে।
  • হোমপেজে, 'রেজিস্ট্রেশন' ট্যাবে ক্লিক করতে হবে।
  • advertisement

  • নতুন উইন্ডোতে প্রার্থীদের প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।
  • আবেদন ফি প্রদান করতে হবে এবং আবেদনপত্র জমা দিতে হবে।
  • আবেদনপত্রের একটি কপি প্রিন্ট আউট করিয়ে রাখতে হবে।

India Post Recruitment 2022: নির্বাচন পদ্ধতি

প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম, সম্পূর্ণ আবেদন পদ্ধতি সংক্রান্ত বিষয়ে আরও অধিক জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক http://indiapostgdsonline.cept.gov.in/Notifications/Model_Notification.pdf করে দেখতে পারেন।

রইল সরাসরি আবেদনের লিঙ্কও http://indiapostgdsonline.gov.in/Reg_validation.aspx

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রার্থীদের মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ করা হবে।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
India Post Recruitment 2022: মেগা রিক্রুটমেন্ট! ৩৮ হাজারেরও বেশি পদে নিয়োগ ভারতীয় ডাক বিভাগে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল