Offline Online Exam: অন-অফের গেরোয় আটক ভবিষ্যৎ! কোন মাধ্যমে পরীক্ষা চায় CU? কী বলছেন পড়ুয়ারা?

Last Updated:

Offline Online Exam: ৩ তারিখে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেইদিকেই তাকিয়ে রয়েছেন সবাই। তবে অধ্যক্ষরা যেহেতু বেশিরভাগই অফলাইন পরীক্ষার দাবি করেছেন তাই বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত সেই দিকে যাবার সম্ভাবনা প্রবল।

নজরে ৩ জুনের বৈঠক!
নজরে ৩ জুনের বৈঠক!
#কলকাতা: অনলাইনে নাকি অফলাইনে কোন মাধ্যমে হবে পরীক্ষা? এই দোলাচলে ভুগছে শহরের বেশিরভাগ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আওতায় থাকা ১৫৫টি কলেজের সঙ্গে আজ বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। কলেজগুলির তরফে অধ্যক্ষরা যোগ দেন এই বৈঠকে। উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের উচ্চ পদাধিকারিরাও উপস্থিত ছিলেন এই বৈঠকে। দুপুর ২ টো থেকে প্রায় আড়াই ঘণ্টা চলে বৈঠক। কিন্তু সেখানেও অধ্যক্ষদের মধ্যেও মিশ্র মতামত দেখা যায় (Offline Online Exam)।
তবে সূত্রের খবর বেশিরভাগ অধ্যক্ষই অফলাইন পরীক্ষা নেওয়ার পক্ষে মতামত দিয়েছেন। সবার মতামত নথিভুক্ত করে আগামী ৩ তারিখের একটি বৈঠকের পর বিশ্ববিদ্যালয়ের তরফে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানানো হয়েছে (Offline Online Exam)।
advertisement
একদিকে কলেজ স্ট্রিট ক্যাম্পাসের ভেতরে যখন বৈঠকে রয়েছেন কলেজ এবং বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ, ঠিক তখনই বিশ্ববিদ্যালয়ের দুটি গেটে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা একজোট হয়ে বিক্ষোভ দেখতে থাকেন। অনলাইনে পরীক্ষা নিতে হবে, এই দাবি সামনে রেখে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি যেহেতু বেশিরভাগ কলেজেরই প্রায় ৫০-৬০ শতাংশ সিলেবাস এখনও বাকি, তাই তারা কোনোভাবেই অফলাইনে পরীক্ষা দিতে পারবেন না। পঠনপাঠন যখন অনলাইনে করা হয়েছে তখন পরীক্ষার বেলা অফলাইন মাধ্যম কেন? প্রশ্ন তুলছেন তারা।
advertisement
দক্ষিণ কলকাতার একটি কলেজের ছাত্র শুভজিৎ সামন্ত আজ এসেছিলেন এই বিক্ষোভে অংশ নিতে। মূলত হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তারা একজোট হয়েছেন বলে জানান শুভজিৎ। তাদের দাবি, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যখন অনলাইনে পরীক্ষা নেওয়া হবে, তখন ৫০-৬০ শতাংশ সিলেবাসের উপর নির্ভর করে অফলাইনে পরীক্ষা দিলে উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো সুযোগ তারা পাবেন না।
advertisement
৩ তারিখে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেইদিকেই তাকিয়ে রয়েছেন সবাই। তবে অধ্যক্ষরা যেহেতু বেশিরভাগই অফলাইন পরীক্ষার দাবি করেছেন তাই বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত সেই দিকে যাবার সম্ভাবনা প্রবল। তবে রাজ্যের সব কটি বিশ্ববিদ্যালয়তেই প্রায় যেভাবে অনলাইন পরীক্ষা নেওয়ার দাবি উঠছে তাতে তাদের পক্ষে সিদ্ধান্ত যাওয়ার বিষয়ে আশাবাদী অনেক পড়ুয়াই।
advertisement
সাহ্নিক ঘোষ 
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Offline Online Exam: অন-অফের গেরোয় আটক ভবিষ্যৎ! কোন মাধ্যমে পরীক্ষা চায় CU? কী বলছেন পড়ুয়ারা?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement