TRENDING:

IIT Kharagpur: ছাত্রমৃত‍্যু রুখতে আইআইটি খড়্গপুরে অভিনব পন্থা! 'সেতু'-তে জুড়বে পড়ুয়া থেকে অধ্যাপক

Last Updated:

IIT Kharagpur: পড়ুয়াদের মধ্যে অস্বাভাবিক ঘটনা রুখতে এবং তাদেরকে সামনের দিকে এগিয়ে দিতে এই বিশেষ ভাবনা আইআইটি খড়্গপুরের। নবনির্বাচিত ডিরেক্টারের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শিক্ষা মহল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: ভারতের প্রযুক্তি বিদ্যার প্রাচীন প্রতিষ্ঠান আইআইটি খড়্গপুর। এই প্রতিষ্ঠান থেকে একদিকে যেমন সুন্দর পিচাই আজ সারা পৃথিবীর কাছে নাম করেছে, তেমনই বহু কৃতি ছড়িয়ে পড়েছে দেশ ও বিদেশে। তবে সম্প্রতি একাধিক দুর্ঘটনা সাড়া ফেলেছে বিভিন্ন জায়গায়। বেশকিছু কারণে অচিরে হারিয়ে গিয়েছে বহু প্রতিভা। গত এক বছরে আইআইটিতে একাধিক ঘটনা ঘটেছে। এবার নতুন দায়িত্ব পাওয়ার পর আইআইটির ডিরেক্টর সুমন চক্রবর্তী ছাত্র-ছাত্রীদের জন্য নতুন ভাবনা এনেছেন। অস্বাভাবিক ঘটনা এড়াতে এবার প্রযুক্তিবিদ্যার এই প্রতিষ্ঠানে শুরু হচ্ছে নতুন অ্যাপ। আইআইটি খড়্গপুরের পড়ুয়াদের জন্য এবার আসছে নতুন অ্যাপ \’সেতু\’ (SETU)। লক্ষ্য একটাই, আর যেন কোনও প্রাণ অকালে না ঝরে যায়!
নতুন অ্যাপ সেতু
নতুন অ্যাপ সেতু
advertisement

আরও পড়ুনঃ এক ক্লিকেই সর্বশান্ত হয়েছেন বহু! এই দুটি জিনিস দেখলেই বুঝবেন লিঙ্ক আসলে বড় ফাঁদ! আজই জেনে নিন আজই জেনে নিন ট্রিকস

সম্প্রতি, একাধিক অস্বাভাবিক ঘটনায় মৃত্যু হয়েছে কৃতি পড়ুয়াদের। স্বাভাবিকভাবে একের পর এক পড়ুয়ার মৃত্যুতে বেশ চিন্তার হয়ে দাঁড়িয়েছিল আইআইটি কর্তৃপক্ষের কাছে। প্রতিষ্ঠানের নবনিযুক্ত ডিরেক্টর তথা বিশ্বখ্যাত বিজ্ঞানী অধ্যাপক সুমন চক্রবর্তীর কথায়, “জীবনের মূল্য সবথেকে বেশি। এর কোনও বিকল্প হয়না। আমি নিজেও একজন পিতা। তারপর একজন অধিকর্তা (ডিরেক্টর)। আমি কখনওই চাইবনা, একজন অভিভাবকও তাঁর সন্তানকে হারাক!” গত ২৩ জুন (২০২৫) দায়িত্ব নেওয়ার পরই তিনি ঘোষণা করেছিলেন, “আগামী এক বছরে এই প্রতিষ্ঠানের একজন পড়ুয়ারও যদি অস্বাভাবিক মৃত্যু না হয়, সেটাই হবে আমার সবথেকে বড় সাফল্য!” সেই লক্ষ্যেই তিনি অবিচল। অধ্যাপক সুমন চক্রবর্তী জানান, “প্রযুক্তি বা কড়া নিরাপত্তা দিয়ে সবকিছু হয়না। প্রযুক্তির সঙ্গে মানবপ্রেম বা হিউম্যান টাচ প্রয়োজন। এআই (AI)-র সঙ্গে মিশবে মায়ের ভালোবাসা। তবেই ওদের হৃদয়ের কাছাকাছি পৌঁছন সম্ভব।”

advertisement

ইতিমধ্যেই, পড়ুয়াদের আবাসন বা হোস্টেল (হল) গুলিতেও পরিদর্শন শুরু করেছেন নবনিযুক্ত ডিরেক্টর। হঠাৎ করেই বিভিন্ন রুমে পৌঁছে যাচ্ছেন তিনি। কথা বলেন পড়ুয়াদের সঙ্গে। ঘুরে দেখেন তাঁদের রুম, খাওয়া-দাওয়ার জায়গা। পড়ুয়াদের সঙ্গে বেশ কিছু সময় কাটিয়ে ফিরে আসেন তিনি। এভাবেই অন্যান্য হলগুলিতেও সারপ্রাইজ ভিজিট বা হঠাৎ পরিদর্শন করবেন বলে সোমবার সন্ধ্যায় জানিয়েছেন ডিরেক্টর। তাঁর কথায়, “এই পরিদর্শন অবশ্যই ডিরেক্টর বা অধিকর্তা হিসেবে নয়। এবার ছাত্রছাত্রীদের সঙ্গে অধ্যাপক, অধ্যাপিকাদের কিংবা ছাত্র-ছাত্রীদের এক স্নেহের বন্ধন গড়ে তোলার জন্য নতুন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইআইটি খড়্গপুরের তরফে। ডিরেক্টরের কথায়, “এই সেতু-বন্ধনটারই তো প্রয়োজন। সেজন্যই পড়ুয়াদের জন্য আমরা নিয়ে আসছি নতুন অ্যাপ ‘SETU’ (Support, Empathy, Transformation & Upliftment)।”

advertisement

View More

জুলাই মাসের শেষ সপ্তাহ নাগাদ উদ্বোধিত হতে পারে। ‘Scientifically designed, Technologically enabled, Culturally rooted, Compassionately driven’—এই চারটি স্তম্ভের ওপর ভিত্তি করে তৈরি এই অ্যাপটি ছাত্রদের সঙ্গে নিয়মিত কথোপকথন ও পর্যবেক্ষণের মাধ্যমে মানসিক সহায়তা এবং নজরদারি চালাবে। অ্যাপটির মাধ্যমে ছাত্রদের কার্যকলাপ বিশ্লেষণ করে প্রয়োজনে পরামর্শদাতা বা বিশেষজ্ঞদের সাহায্যও নেওয়া হবে। প্রকল্পটির মূল উদ্দেশ্য শুধুমাত্র প্রযুক্তিনির্ভর নয়, বরং মানবিক সংযোগ ও সহানুভূতির মাধ্যমে একটি সহায়ক পরিবেশ তৈরি করা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো মণ্ডপে মানুষ-হাতির সহাবস্থানের বার্তা! শিক্ষণীয় থিমে নজর কাড়ছে ঝাড়গ্রামের কালীপুজো
আরও দেখুন

রঞ্জন চন্দ 

বাংলা খবর/ খবর/শিক্ষা/
IIT Kharagpur: ছাত্রমৃত‍্যু রুখতে আইআইটি খড়্গপুরে অভিনব পন্থা! 'সেতু'-তে জুড়বে পড়ুয়া থেকে অধ্যাপক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল