সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
সোমবার শিক্ষাকর্মীদের শূন্যপদে জাতি, লিঙ্গ ও মাধ্যমভিত্তিক শূন্যপদের তালিকা কত তা-ও প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সেখানে দেখা যাচ্ছে গ্রুপ সি-তে শূন্য আসনের সংখ্যা ২৯৮৯ এবং গ্রুপ ডি-র শূন্যপদ ৫৪৮৮। আর এখানেই ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষাকর্মীদের দাবি, শিক্ষাকর্মী পদে তফসিলি জাতির শূন্যপদের সংখ্যা ২০১৬ সালের থেকে অনেক কম।
কলকাতা: সোমবার ফের প্রকাশ হয় এসএসসি-র আরেক দফা অযোগ্যদের তালিকা। এসএসসি-র গ্রুপ সি ও গ্রুপ ডির অযোগ্যদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। মোট ৩৫১২ জন অযোগ্যর তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। গ্রুপ সি ও গ্রুপ ডি-র অযোগ্যদের তালিকা একটি তালিকাতে প্রকাশ করা হল। অতঃপর শুরু হয়েছে গ্রুপ সি – গ্রুপ ডির শূন্যপদে নিয়োগের আবেদন। এবার সেখানে শিক্ষাকর্মী পদে তফসিলি জাতি সংরক্ষিত আসনে শূন্যপদের সংখ্যা বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা।
সোমবার শিক্ষাকর্মীদের শূন্যপদে জাতি, লিঙ্গ ও মাধ্যমভিত্তিক শূন্যপদের তালিকা কত তা-ও প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সেখানে দেখা যাচ্ছে গ্রুপ সি-তে শূন্য আসনের সংখ্যা ২৯৮৯ এবং গ্রুপ ডি-র শূন্যপদ ৫৪৮৮। আর এখানেই ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষাকর্মীদের দাবি, শিক্ষাকর্মী পদে তফসিলি জাতির শূন্যপদের সংখ্যা ২০১৬ সালের থেকে অনেক কম।
advertisement
advertisement
চাকরিহারা গ্রুপ সি শিক্ষাকর্মী অমিত মণ্ডল বলেন, ‘‘এসসি ক্যাটাগরিতে সকল ‘যোগ্য’ চাকরিহারারা পরীক্ষায় বসবেন। কিন্তু দেখা যাচ্ছে এখানে যে শূন্যপদের কথা বলা হয়েছে তা ২০১৬ সালের তুলনায় ৫০ শতাংশ কম । তাই আমরা সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করছি।’’ পরিসংখ্যান অনুযায়ী ২০১৬ সালে গ্রুপ সি-তে শূন্যপদের সংখ্যা ছিল ২৪০৮। সেখানে তফসিলি জাতি সংরক্ষিত আসন ছিল ১,২০০ মতো। কিন্তু ২০২৫ সালে সেই আসন সংখ্যা কমে হয়েছে ৬২০। গ্রুপ ডি-র ক্ষেত্রে ২০১৬ সালে আসন সংখ্যা ছিল ৩৮৮০। তফসিলি জাতি সংরক্ষিত আসন ছিল ১,৯৮১। ২০২৫ সালে সেই আসন সংখ্যা কমে হয়েছে ১,১৫০।
advertisement
নাম প্রকাশে অনিচ্ছুক স্কুল সার্ভিস কমিশনের এক কর্তা বলেন, ‘‘শূন্যপদ কোথায় কী আছে তা ঠিক করে দফতর। আমরা তার উপর ভিত্তি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করি। তাই এই সংক্রান্ত অতিরিক্ত তথ্য আমাদের কাছে থাকে না।’’ শিক্ষাকর্মীদের আরও দাবি, আঞ্চলিক হিসাবেও শূন্যপদ অনেকটা কমেছে। তা অবিলম্বে বৃদ্ধি করতে হবে। যদিও শিক্ষা দফতরের আধিকারিকেরা এ নিয়ে কোনও মুখ খুলতে চাননি। এ ছাড়াও শিক্ষাকর্মীরা দাবি করছেন, শিক্ষকদের মতো শিক্ষাকর্মীদের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া কবে শেষ হবে তার দিন জানাতে হবে এসএসসিকে। এখনও পর্যন্ত আবেদন প্রক্রিয়া শুরু হলেও কবে পরীক্ষা গ্রহণ করা হবে তার কোনও দিন দেওয়া হয়নি। ২০২৬ সালে বিধানসভা ভোট রয়েছে তার আগে প্রক্রিয়া না শেষ করলে আরও সময় লেগে যাবে বলে আশঙ্কা করছেন চাকরিহারা শিক্ষাকর্মীরা।
advertisement
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর এবং ১৪ সেপ্টেম্বর নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহে এসএসসি-র ফলপ্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিম কোর্টে এসএসসি যে তালিকা দেওয়া হয়েছিল সেই তালিকা অনুযায়ী গ্রুপ সি-তে প্রায় ১১০০ এবং গ্রুপ ডি-তে ‘টেইন্টেড’ বা ‘অযোগ্য’দের সংখ্যা ছিল প্রায় ২৩০০। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে বিগত প্রায় ৬ মাস ধরে বেতন বন্ধ রয়েছে গ্রুপ C, গ্রুপ D-র কর্মীদের। গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট এসএসসি ২০১৬ সালের নিয়োগের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 05, 2025 6:52 PM IST

