আগামীতে মেডিক্যাল নিয়ে পড়াশোনা করে ডাক্তার হওয়ার স্বপ্ন রয়েছে তার। লিলুয়া এম সি কেবি স্কুলের পড়ুয়া রাজদীপ। তার মোট প্রাপ্ত নম্বরের মধ্যে কলা বিভাগ, অঙ্ক ও কম্পিউটারে মিলেছে ১০০-তে একশো। বিজ্ঞান বিভাগে এসেছে ৯৭। তবে তার পুরো পড়াশোনার বেশির ভাগটাই হয়েছে মা ও বাবার তত্ত্বাবধানে।
আরও পড়ুন: আইসিএসই এবং আইএসসির ফলাফল প্রকাশিত, রাজ্যে এগিয়ে ছাত্রীরা! রেজাল্ট দেখুন এক ক্লিকে
advertisement
বাবা জয়দীপ বন্দ্যোপাধ্যায় রেলের লোকো পাইলট। তার কাছেই সায়েন্স গ্রুপ পড়ত ছেলে। মা সৌমি বন্দ্যোপাধ্যায় পড়াতেন আর্টস গ্রুপ। তাঁদের কাছে পড়াশোনা করেই এত ভাল সাফল্য মিলেছে তাঁদের ছেলের। এ বিষয়ে রাজদীপ জানিয়েছে, মূলত বই পড়তেই তার বেশি ভাল লাগে। পড়াশোনা বাদ দিয়ে গল্পের বই খুব পছন্দের।
আরও পড়ুন: বাংলার একই স্কুল থেকে ISC-ICSE-তে জোড়া সম্ভাব্য প্রথম, সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
শেক্সপীয়র হলেন তার অন্যতম প্রিয় লেখক। তবে এ সবের বাইরে বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন জার্নাল পড়তেও তার ভাল লাগে। খেলাধূলা, গান-বাজনা এসবের শখের থেকে তার কাছে বেশি প্রিয় বই পড়া। আগামী দিনে বায়োলজি ও মেডিক্যাল সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে তার। পরীক্ষার পরে সে আশা করেছিল ভাল নম্বর পাওয়ার। তবে ৯৯.৪ শতাংশ নম্বর যে সে প্রাপ্ত করবে তা সেভাবে আশা করেনি। ছেলে এমন রেজাল্ট করায় খুবই খুশি বন্দ্যোপাধ্যায় পরিবার।
রাহী হালদার






