মাধ্যমিকে রাজ্যে পঞ্চম স্থানাধিকারী রূপায়ণ পাল এবার উচ্চ মাধ্যমিকেও বাজিমাত করল। ৫০০-র মধ্যে ৪৯৭ নম্বর পেয়ে (৯৯.৪ শতাংশ) রাজ্যজুড়ে প্রথম স্থান দখল করল পূর্ব বর্ধমানের বর্ধমান সিএমএস হাই স্কুলের ছাত্র। রূপায়ণ বরাবরই মেধাবী। স্কুলে ভাল ফলাফল তো করতই, তবে রাজ্যসেরা হবে, এমনটা নিজেও ভাবেনি। বললেন, “র্যাঙ্ক হবে সেটা আশা করেছিলাম, কিন্তু এক নম্বরে চলে আসব, তা কল্পনাও করিনি।” স্বাভাবিকভাবেই খুশিতে উদ্বেল তাঁর পরিবার, শিক্ষক ও সহপাঠীরা।
advertisement
শিক্ষাবৃত্তে গড়া পরিবার রূপায়ণের সাফল্যের ভিত গড়ে দিয়েছে। বাবা-মা দু’জনেই শিক্ষক। পড়াশোনায় তাঁরা ছেলেকে সর্বতোভাবে সাহায্য করেছেন। পাশাপাশি ছিলেন এক গৃহশিক্ষকও। রূপায়ণের মা জানালেন, “ও উচ্চ মাধ্যমিকের জন্য আলাদা করে কোনও কোচিং নেয়নি। বরং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সঙ্গেই এই প্রস্তুতি চলেছে।” রূপায়ণ পড়ায় ডুবে থাকলেও অবসরে নিঃশব্দে পাড়ি দিত গল্পের রাজ্যে– বিশেষ করে গোয়েন্দা কাহিনি ছিল পছন্দের। মাঝে মধ্যে টিভিতে খেলাধুলোর চ্যানেলেও চোখ রাখত।
এমন বহু জগতের টানাপোড়েনের মধ্যেও রূপায়ণের লক্ষ্য স্পষ্ট চিকিৎসক হওয়া। তাই এখন তাঁর পাখির চোখ নিট-ইউজি। তবে রূপায়ণ বলে, “একটু বেশিই বিখ্যাত হয়ে গেলাম। প্রথম হয়ে যাব একেবারে আশা করিনি।” এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ৩ মার্চ, শেষ ১৮ মার্চ। ফলপ্রকাশ হল ৫০ দিনের মাথায়। ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক ছিল বার্ষিক ব্যবস্থায় শেষ পরীক্ষা। আগামী বছর থেকে শুরু হচ্ছে সেমেস্টার ভিত্তিক মূল্যায়ন। এবছর ৬২টি বিষয়ে পরীক্ষার্থীরা অংশ নিয়েছেন– যার মধ্যে নতুন দুটি বিষয় ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ এবং ‘ডেটা সায়েন্স’। ‘রেগুলার’ হিসেবে এবার নাম নথিভুক্ত করেছিলেন ৪,৮২,৯৪৮ জন। পরীক্ষায় বসেছেন ৪,৭৩,৯১৯ জন যা গত বছরের তুলনায় সামান্য কম।
বনোয়ারীলাল চৌধুরী