তাঁদের মধ্যে প্রথম স্থানাধিকারী হয়েছে দু’জন ৷ প্রীতম বল্লভ এবং আদিত্য নারায়ণ জানা ৷ দু’জনেই রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্র ৷ তাঁদের প্রাপ্ত নম্বর 98.97 শতাংশ ৷ মেয়েদের মধ্যে প্রথম হয়েছে দীপান্বিতা পাল ৷ সর্বমোট ব়্যাংকিংয়ে চতুর্থস্থানে রয়েছে সে ৷ তার প্রাপ্ত নম্বর 98.92 শতাংশ ৷
advertisement
প্রথম ১০-এ ১ জন কমার্স থেকে বাকি সব বিজ্ঞান বিভাগ থেকে রয়েছেন। দ্বিতীয় হয়েছেন ৯৮. ৯৫ নম্বর পেয়ে ১০ জন, তৃতীয় হয়েছেন ৯৮. ৯২ নম্বর পেয়ে ১ জন। ২২. ৩৬ শতাংশ পরীক্ষার্থী ৬০ থেকে ৭০ শতাংশ এর মধ্যে নম্বর পেয়েছে।
সংসদ সভাপতি বলেন, ‘বিজ্ঞান বিভাগ তারা নেয় যাদের উৎসাহ থেকে। তারা ডেডিকেটেড স্টুডেন্ট। কমার্স যারা নেয় তারাও ডেডিকেটেড স্টুডেন্ট।’ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল ঘোষণার পরই এক্স হ্যান্ডেলে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়

