TRENDING:

HS 3rd Semester Toppers List: উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের মেধাতালিকায় ৬৯ জন, যুগ্ম প্রথম কারা? ছাত্রীদের প্রথম কে? দেখুন টপার্স লিস্ট

Last Updated:

HS 3rd Semester Toppers List: উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলপ্রকাশে উল্লেখযোগ্য সাফল্য রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্রদের ৷ মেধাতালিকায় থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জন এই দুই স্কুল থেকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলপ্রকাশে উল্লেখযোগ্য সাফল্য রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্রদের ৷ মেধাতালিকায় থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জন এই দুই স্কুল থেকে৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

তাঁদের মধ্যে প্রথম স্থানাধিকারী হয়েছে দু’জন ৷ প্রীতম বল্লভ এবং আদিত্য নারায়ণ জানা ৷ দু’জনেই রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্র ৷ তাঁদের প্রাপ্ত নম্বর 98.97 শতাংশ ৷ মেয়েদের মধ্যে প্রথম হয়েছে দীপান্বিতা পাল ৷ সর্বমোট ব়্যাংকিংয়ে চতুর্থস্থানে রয়েছে সে ৷ তার প্রাপ্ত নম্বর 98.92 শতাংশ ৷

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল প্রকাশিত, পরীক্ষার্থীর সংখ্যায় বেশি ছাত্রীরা! পাশের হারে এগিয়ে ছাত্ররা

advertisement

প্রথম ১০-এ ১ জন কমার্স থেকে বাকি সব বিজ্ঞান বিভাগ থেকে রয়েছেন। দ্বিতীয় হয়েছেন ৯৮. ৯৫ নম্বর পেয়ে ১০ জন, তৃতীয় হয়েছেন ৯৮. ৯২ নম্বর পেয়ে ১ জন। ২২. ৩৬ শতাংশ পরীক্ষার্থী ৬০ থেকে ৭০ শতাংশ এর মধ্যে নম্বর পেয়েছে।

আরও পড়ুন: ২০০২ সালের ভোটার তালিকায় যদি বাবা-মায়ের নাম না থাকে, তাহলে কী করবেন? আপনার নাম আর উঠবে না? সহজ উপায় কিন্তু আছে

সংসদ সভাপতি বলেন, ‘বিজ্ঞান বিভাগ তারা নেয় যাদের উৎসাহ থেকে। তারা ডেডিকেটেড স্টুডেন্ট। কমার্স যারা নেয় তারাও ডেডিকেটেড স্টুডেন্ট।’ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল ঘোষণার পরই এক্স হ্যান্ডেলে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘার কাছেই শত শত বছরের পুরোন রাজবাড়ি, হোমস্টেতে থাকুন রাজকীয় আদবকায়দায়, ভোজনও এলাহি
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/শিক্ষা/
HS 3rd Semester Toppers List: উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের মেধাতালিকায় ৬৯ জন, যুগ্ম প্রথম কারা? ছাত্রীদের প্রথম কে? দেখুন টপার্স লিস্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল