HS 3rd Semester Result Out 2025: উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল প্রকাশিত, পরীক্ষার্থীর সংখ্যায় বেশি ছাত্রীরা! পাশের হারে এগিয়ে ছাত্ররা
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
HS 3rd Semester Result Out 2025: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, ৬৬০২৬০ আবেদন করেছিলেন পরীক্ষার জন্য, এর মধ্যে ৬৪৫৮৩২ পরীক্ষা দিয়েছেন। পুরোটাই মাল্টিপেল চয়েস টাইপ প্রশ্ন হয়েছে। ৩৯ দিনের মাথায় রেজাল্ট আউট হল।
কলকাতা: উচ্চ মাধ্যমিক ২০২৫ তৃতীয় সেমিস্টারের ফলাফল প্রকাশিত হল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বুধবার সাংবাদিক বৈঠক করে রেজাল্ট ঘোষণা করেন।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, ৬৬০২৬০ আবেদন করেছিলেন পরীক্ষার জন্য, এর মধ্যে ৬৪৫৮৩২ পরীক্ষা দিয়েছেন। পুরোটাই মাল্টিপেল চয়েস টাইপ প্রশ্ন হয়েছে। ৩৯ দিনের মাথায় রেজাল্ট আউট হল।
আরও পড়ুন: ‘দুর্নীতির অভিযোগে চাকরিহারারা কেন ১০ নম্বর বাড়তি পাবেন?’, এসএসসিতে স্বচ্ছ নিয়োগের দাবিতে এবার পথে নতুন পরীক্ষার্থীরা
ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি ছিল। বিজ্ঞান বিভাগে ১১১৬২৭, কমার্স এ, ৩৭৮০০, কলা বিভাগে ৪৯৬৪০৫ ছিল। ৯৩. ৭২ পার্সেন্টে পাস করেছে তৃতীয় সেমিস্টার এ। ছাত্রদের পাশের হার ৯৩. ৮১, ছাত্রীদের ৯৩. ৬৫ পাশের হার।
advertisement
advertisement
আরও পড়ুন: ২০০২ সালের ভোটার তালিকায় যদি বাবা-মায়ের নাম না থাকে, তাহলে কী করবেন? আপনার নাম আর উঠবে না? সহজ উপায় কিন্তু আছে
view comments৯৮. ৮০ বিজ্ঞান বিভাগে সবথেকে বেশি পাশের হার। কমার্স এ ৯৪. ১৯, আর্টস এ ৯২. ৫৪ পাশের হার। ৬০ শতাংশ এর বেশি নম্বর পেয়েছেন ৪১. ১৬, ৭০ শতাংশ এর বেশি পেয়েছেন ১০. ১৪ পার্সেন্ট পেয়েছেন, ৯০ পার্সেন্টে এর বেশি পেয়েছেন ০. ৪৮ পার্সেন্টে। প্রথম দশে ৬৯ জন স্টুডেন্ট আছেন। এর মধ্যে ৩জন ছাত্রী, বাকি সবাই ছাত্র।
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 31, 2025 1:11 PM IST










