উচ্চ মাধ্যমিকে ইতিহাস পরীক্ষার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার্থীদের এই সময়ে কৌশলীভাবে পড়াশোনা করতে হবে, যাতে কম সময়ে ভাল ফল পাওয়া যায়। গুরুত্বপূর্ণ অধ্যায়ের ওপর জোর দিন। সমস্ত কিছু নতুন করে পড়ার সময় নেই। বোর্ড পরীক্ষার আগের বছরের প্রশ্ন বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ অধ্যায় নির্ধারণ করুন। বিশেষ করে যুদ্ধ, আন্দোলন, সাম্রাজ্যের উত্থান-পতন ও সামাজিক-অর্থনৈতিক পরিবর্তনের বিষয়গুলিতে বেশি গুরুত্ব দিন। নোট রিভিশন করুন ও মূল পয়েন্ট মনে রাখুন। পাঠ্যবইয়ের লম্বা অধ্যায় না পড়ে সংক্ষেপিত নোট ও মূল পয়েন্ট পড়ুন। তারিখ, ঘটনা ও কারণগুলোর তালিকা তৈরি করুন এবং প্রতিদিন একবার দেখে নিন।লিখিত অনুশীলন করুন।
advertisement
সম্ভাব্য বড় প্রশ্নের উত্তর সংক্ষেপে লিখে অনুশীলন করুন। পরীক্ষার সময় ধরে মক টেস্ট দিন, এতে উত্তর লেখার গতি ও সময় ব্যবস্থাপনা ভাল হবে। এর মধ্যেও আরো যে বিষয়গুলি মাথায় রাখতে হবে সেগুলি হল। তালিকা বা পয়েন্ট আকারে লেখা হলে নম্বর বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। সঠিক পরিকল্পনা ও স্মার্ট রিভিশনই ভালনম্বর পাওয়ার মূলমন্ত্র!
সুরজিৎ দে





