আরও পড়ুন– বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ ! আগামী কয়েকদিনে রাজ্যে ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা
নভেম্বরের ৩ তারিখ যাদবপুর বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করেছেন চিরঞ্জীব ভট্টাচার্য। নভেম্বরের ৭ তারিখ সমাবর্তন অনুষ্ঠান নিয়ে বিশেষ বৈঠক ডাকেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে দেশের মহিলা ক্রিকেটের ক্যাপ্টেনকে ডি লিট দেওয়ার প্রস্তাব এলেও তখন আমল দেওয়া হয়নি। তার প্রধান কারণ হাতে সময় নেই। প্রতি বছর ২৪ ডিসেম্বর সমাবর্তন অনুষ্ঠান হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। ডি লিট দিতে গেলে বিশেষ সমাবর্তনের আয়োজন করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। যা এই কম সময়ের মধ্যে করা অসম্ভব বলে জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য।
advertisement
বুধবার সন্ধ্যায় বুধবার রাজভবনে সমাবর্তন নিয়ে আলোচনা করেন উপাচার্য। রাজভবন সূত্রের খবর, সেখানে আচার্যকে হরমনপ্রীত কৌরকে ডিলিট দেওয়ার বিষয়টি জানান তিনি এবং তাতে সায় দিয়েছেন আচার্য।
শুধু হরমনপ্রীত নয়, বিশেষ অতিথি হিসাবে তিনটি নাম ঠিক করেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি কামাথ এবং অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন এর সিইও শিবকুমার কল্যাণরামনের নাম প্রস্তাব করা হয় আচার্যের কাছে। তাতেও সায় দিয়েছেন তিনি।
হাতে সময় কম ৷ তাই বিশ্ববিদ্যালয়ের সূত্রের খবর, দ্রুত এগজিকিউটিভ কাউন্সিলে(ইসি)-র বৈঠক ডাকতে চলেছেন সমাবর্তন নিয়ে কর্তৃপক্ষ।
