অঙ্ক শিক্ষক সৌমেন সাহা জানান, “বহু পরীক্ষার্থী অঙ্ক বিষয় নিয়ে একটি ভীতির মধ্যে থাকে। তবে এই বিষয়টি নিয়ে অযথা ভয় পাওয়ার কিছু নেই। অন্যান্য বিষয়ের থেকে বিষয়ে নম্বর পাওয়া অনেকটা সহজ। কিছু পদ্ধতি অবলম্বন করে চললেই সম্পূর্ণ নম্বর পেতে পারে ছাত্র-ছাত্রীরা। অঙ্ক বিষয়ের সারা বছর করা অঙ্কগুলিকে শেষ মুহূর্তে রিভিশন করতে হবে। যাতে কোনটি বাকি না থাকে। তা হলেই অনেকটা সহজ হবে পরীক্ষার হলে বসে সমস্ত প্রশ্নের উত্তর করা ছাত্র-ছাত্রীদের জন্য।”
advertisement
এছাড়া তিনি আরও জানান, “ছাত্র-ছাত্রীদের অঙ্কের গুরুত্বপূর্ণ সূত্রগুলি মুখস্ত করতে হবে। যাতে তা সহজেই পরীক্ষার খাতায় করা সম্ভব হয়। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগেও একবার সেই তালিকা দেখে নিতে হবে ভাল করে। বইয়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলি অবশ্যই রিভিশন করতে হবে। তবে অযথা বেশি রাত পর্যন্ত জেগে পড়াশোনা করবে না। সময় ধরে নির্দিষ্ট পরিমাপ অনুযায়ী পড়াশোনা করবে। যাতে মানসিক চাপ না পড়ে।”
এছাড়া আরও বেশ কিছু বিষয়ের উপর নজর রাখতে হবে সেগুলি নিচে লেখা হল:
১) মানসিক প্রস্তুতি নিতে হবে: বোর্ডের দ্বিতীয় বড় পরীক্ষা এই উচ্চমাধ্যমিক। তাই ছাত্র-ছাত্রীদের ভীতির কথা মাথায় রেখে খুব একটা বেশি কঠিন প্রশ্ন করা হয় না।
২) পরীক্ষা শুরুর ১৫ মিনিট: পরীক্ষা শুরুর প্রথম ১৫ মিনিট ভাল করে খুঁটিয়ে প্রশ্নপত্র পড়ে নিতে হবে। যাতে সহজ প্রশ্ন এবং তুলনা মূলক কঠিন প্রশ্ন গুলি শনাক্ত করা যায়।
আরও পড়ুন: নারকেল তেলেই হবে ম্যাজিক, শুধু মেশান এই জিনিস! রাতারাতি গায়েব মুখের কালো দাগ, নরম তুলতুলে হবে ত্বক
৩) সহজ উত্তর আগে করা: পরীক্ষায় খাতায় সবসময় সহজ বিষয় গুলি আগে করে নিয়ে হয়। কঠিন বিষয় গুলিকে পরে করতে হয়।
অভিজ্ঞ শিক্ষকের বলা এই সকল বিষয় গুলি মাথায় রেখে পরীক্ষার প্রস্তুতি নিলে। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা খুব সহজেই অঙ্ক বিষয়ে ভাল নম্বর পাবে।
Sarthak Pandit





