শিক্ষা দফতর থেকে এই নিয়মের কথা জানানোর পরেই ইতিমধ্যেই সেই নিয়ম চালু করার বন্দোবস্ত করেছে রাজ্যের সমস্ত জেলাগুলি। অন্যান্য জেলার মতো নদিয়ার সমস্ত কলেজগুলি এই বন্দোবস্ত থাকছে। ঠিক তেমনই চিত্র ফুটে উঠলো নদিয়ার মাজদিয়া সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ে।
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় বহু প্রাচীন একটি কলেজ। শ্রদ্ধেয় স্বাধীনতা সংগ্রামী এবং সমাজসেবক স্বর্গীয় সুধীর রঞ্জন লাহিড়ী মহাশয় স্বপ্নের ও সংগ্রামের ফসল হল এই কলেজ। জানা যায় তিনি তার যাবতীয় স্থাবর ও অস্থাবর সমস্ত সম্পত্তি এই কলেজ নির্মাণের জন্য উৎসর্গ করেছিলেন। বহু বছর অসংখ্য ছাত্র ছাত্রী এই মহাবিদ্যালয় থেকে পাশ করে।
advertisement
এদিন নতুন ছাত্র-ছাত্রীদের স্নাতকের নতুন সিলেবাস সম্পর্কে অবগত করতে, এছাড়াও ছাত্রছাত্রীদের একাধিক সরকারি প্রকল্পের সম্পর্কে সঠিক তথ্য দেওয়া হল এই দিন। প্রায় বারোটি ডিপার্টমেন্টে ১৯০০ ছাত্রছাত্রী এবছর এই কলেজে ভর্তি হল বলেই জানান কলেজের প্রিন্সিপাল ড: দীপঙ্কর ঘোষ।
আরও পড়ুন: শান্তিপুরের বিষ মুক্ত ফসল উৎপাদন ঘুরে দেখল জাপান-বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা
সুতরাং বলা যেতে পারে এ বছর থেকে প্রত্যেক উচ্চ মাধ্যমিক পাশ করার ছাত্র-ছাত্রীকে স্নাতক হওয়ারজন্য নিজেদের পড়াশোনা চালিয়ে যেতে হবে চার বছর। আর এই পরিবর্তনের ফলে ছাত্রছাত্রীরা অনেকটাই বেশি হাতে কলমে শিক্ষা গ্রহণ করতে পারবে বলে মনে করছেন শিক্ষক মহল।
Mainak Debnath