Nadia News: শান্তিপুরের বিষ মুক্ত ফসল উৎপাদন ঘুরে দেখল জাপান-বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
জাপান ও বাংলাদেশের কৃষি বিশেষজ্ঞরা নদিয়ার শান্তিপুরে এসে ভেষজ পদ্ধতিতে ফসল উৎপাদন ও বিপণন পদ্ধতি ঘুরে দেখল
নদিয়া: বিষমুক্ত খাদ্য উৎপাদন ও বিপণন ব্যবস্থা দেখতে জাপান ও বাংলাদেশ থেকে কৃষি বিশেষজ্ঞরা এলেন নদিয়ার শান্তিপুরে। এই দুই দেশের পাশাপাশি ভারতীয় কৃষি বিজ্ঞানীরাও উপস্থিত ছিলেন। তাঁরা শান্তিপুরের বিষমুক্ত খাদ্য বাজার ঘুরে দেখেন। এখানকার কৃষক স্বরাজ সমিতির বেশ কিছু কৃষক সম্পূর্ণরূপে রাসায়নিক সার ছাড়া ভেষজ পদ্ধতিতে ফসল উৎপাদন করছেন। তাঁরা একমাত্র জৈব সার ব্যবহার করেন। জৈব সারে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে চাষ এদেশে কীভাবে হচ্ছে তা মূলত পর্যবেক্ষণ করতেই জাপান ও বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা এসেছিলেন। পাশাপাশি শহরের ২৪ নম্বর ওয়ার্ডে সৌর চালিত পাম্পের মাধ্যমে জল সেচ ব্যবস্থাও ঘুরে দেখেন।
আরও পড়ুন: শ্রীরামপুর ওয়ালসে ২৪ শয্যার সিসিইউ চালু
বিষমুক্ত খাদ্য বাজারে এসে ক্রেতাদের সঙ্গেও কথা বলেন বিদেশি কৃষি বিজ্ঞানীদের এই দলটি। এখানকার কৃষকদের সঙ্গে তাঁরা নিজেদের দেশের কৃষি পদ্ধতি ও এখানকার কৃষি পদ্ধতির মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরস্পরের মধ্যে মতের আদান-প্রদান হয়।
advertisement
advertisement
সেঁজুতি প্রকৃতি বিদ্যাশ্রম পরিচালিত শান্তিপুরের শিশু-কিশোর গ্রন্থাগারও ঘুরে দেখেন তাঁরা৷ শিশুদের কৃষিবিদ্যা শিক্ষা কেমন চলছে তা দেখে অত্যন্ত আনন্দ পেয়েছেন বলেই জানিয়েছেন কৃষি বিজ্ঞানীদের দলটি৷ এদিন উপস্থিত ছিলেন অর্ধেন্দু শেখর চট্টোপাধ্যায়, তেৎসুও সুসুমি, মহম্মদ বেলাল হোসেন, পরিমল কুমার রায়, অসীমা বিশ্বাস, তরুণ দাস প্রমুখ অতিথিবৃন্দ ৷ শৈলেন চন্ডী, সাধন কুন্ডু, তপন দাস, সমাদৃতা বিশ্বাস, অর্ণব বসাক সহ ১৭ জন শিশু কিশোর আলাপচারিতায় অংশ নেয়।
advertisement
মৈনাক দেবনাথ
Location :
Kolkata,West Bengal
First Published :
August 04, 2023 4:08 PM IST