ইউনিয়ন বাজেট ২০২৪ | Union Budget 2024 Live Updates
এবার মাধ্যমিক পাশের পরেই মিলবে স্মার্টফোন। বাজেটে রাজ্যের পড়ুয়াদের জন্য নতুন ঘোষণা তৃণমূল সরকারের। মাধ্যমিক পাশের পর স্মার্টফোন পাওয়া যাবে ফোন। কিন্তু তার জন্য ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক পাশের পর স্কুলে ভর্তি হতে হবে। স্কুলে ভর্তির হলেই স্মার্টফোন পাবে বলে জানালেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
advertisement
আরও পড়ুন: জামাইবাবুর সঙ্গে দেখা করতে গিয়েই হল বিপদ! রাতের অন্ধকারে টেনে হিচড়ে নিয়ে গিয়ে গণধর্ষণ
প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা ভোটের ঠিক আগে লক্ষ্মীর ভান্ডার, পড়ুয়া ঋণ-কার্ডের পাশাপাশি নতুন রূপে কৃষকবন্ধু প্রকল্পের ঘোষণা করেছিল রাজ্যের সরকার। ভোট পরবর্তী বাজেটে তার প্রতিফলনও দেখা গিয়েছিল। আর এবার লোকসভা ভোটের আগেও রাজ্য সরকার বাজেটে প্রায় কল্পতরু হয়ে উঠল।
আরও পড়ুন: পুকুরের মাছ, বাগানের সবজিতেই মিড ডে মিল! রাজ্যের ‘এই’ স্কুল দেখাচ্ছে দিশা
লক্ষ্মীর ভাণ্ডার ৫০০ থেকে বেড়ে ১০০০ টাকা, সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি ছাড়াও ঘোষণা হল নতুন প্রকল্পেরও। চন্দ্রিমা ভট্টাচার্য জানান, রাজ্য সরকার চালু করছে নয়া প্রকল্প ‘কর্মশ্রী’। এই প্রকল্পে প্রত্যেক জব কার্ড হোল্ডারকে বছরে কমপক্ষে ৫০ দিনের কাজ নিশ্চিত করা হবে।