Howrah News: জামাইবাবুর সঙ্গে দেখা করতে গিয়েই হল বিপদ! রাতের অন্ধকারে টেনে হিচড়ে নিয়ে গিয়ে গণধর্ষণ
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
Howrah News: রাতের অন্ধকারে এক নাবালিকাকে গণধর্ষণ। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়াতে। বুধবার রাতে উলুবেড়িয়া স্টেশনে এই ঘটনাটি ঘটে।
উলুবেড়িয়া: ভয়ঙ্কর কাণ্ড উলুবেড়িয়ায়। রাতের অন্ধকারে এক নাবালিকাকে গণধর্ষণ। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়াতে। বুধবার রাতে উলুবেড়িয়া স্টেশনে এই ঘটনাটি ঘটে। উলুবেড়িয়া স্টেশনের ৬ নং প্ল্যাটফমে নিজের জামাই বাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ওই নাবালিকা। অভিযোগ ফেরার পথেই ঘটে ধর্ষণের ঘটনা।
রাতে উলুবেড়িয়া স্টেশনের ৬ নং প্ল্যাটফমে জামাইবাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিল নাবালিকা। জামাই বাবুর সঙ্গে দেখা করার পর রেললাইন ধরে বাড়ি ফিরছিল সে। সময় কয়েকজন দুষ্কৃতীরা তাকে আটক করে। তারপর তার ওপর গণধর্ষণ করা হয়। এর ফলে নাবালিকা আহত হয়ে অজ্ঞান হয়ে পড়ে। অজ্ঞান অবস্থাতেই রেললাইনের ধারে সে পড়ে থাকে।
advertisement
advertisement
ঘন্টাখানেক পর নাবালিকার জ্ঞান ফেরে। জ্ঞান পর সে বাড়ি গিয়ে সব ঘটনা খুলে বলে। রাতেই নাবালিকাকে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজের ভর্তি করা হয়। এদিকে এই ঘটনার পর রাতেই পুলিশ তদন্তে মানে। তদন্তে এক অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়।
advertisement
অন্যদিকে, এই ঘটনার পরেই বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে আসেন এস আর পি খড়গপুরের ভারপ্রাপ্ত আধিকারিক, হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার-সহ পুলিশ আধিকারিকরা। পুলিশ আধিকারিকরা জানান ঘটনায় গণধর্ষণের মামলার রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়।
advertisement
সন্তু মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
February 08, 2024 12:29 PM IST