সার্ভেয়র পদে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করা যাবে। যদিও সেই সঙ্গে সার্ভে কিংবা সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা থাকা প্রয়োজন। অনূর্ধ্ব ৪০ বছর বয়সি ব্যক্তিকে ওই পদে নিয়োগ করা হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক পদে মাধ্যমিক পাশ করেছেন, এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ থাকা প্রয়োজন। প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
advertisement
আরও পড়ুন: ‘নীরবে বসে আছে প্রতিহিংসাপরায়ণ কেন্দ্র’, বানভাসি উত্তরবঙ্গের প্রসঙ্গ তুলে কড়া আক্রমণ রাজ্যের
সার্ভেয়র পদে ২৮,৯০০ থেকে ৭৪,৫০০ টাকা এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিযুক্তেরা ২২,৭০০ থেকে ৫৮,৫০০ টাকা বেতন হিসাবে পাবেন। লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এই চাকরিতে আবেদন করতে হলে অনলাইনে ১৭ নভেম্বরের মধ্যে আবেদনপত্র ফিল আপ করে জমা দিতে হবে। আবেদনমূল্য ২০০ টাকা।
কখন পরীক্ষা নেওয়া হবে, সেই তথ্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়েবসাইট মারফত জানা যাবে। তিনটি শূন্যপদে আবদনের জন্য অনেকেই আবেদন করতে চলেছেন। তা আর বলার অপেক্ষা রাখে না। এবার দ্রুত পরীক্ষা এবং ফলাফল প্রকাশ করা হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে।






