একইভাবে পুরুলিয়া শহরের জেলা স্কুল মোড়ের কাছে আমডিহার দুর্গা মন্দিরে পাশেই এটি বেসরকারি ইনস্টিটিউট যুবক-যুবতীদের জন্য এই ধরনের কোর্সের সুযোগ করে দিচ্ছে। বিগত দেড় বছর ধরে এই ইনস্টিটিউট চলছে। এখানে রয়েছে হোটেল ম্যানেজমেন্ট, মাল্টি স্কিল টেকনিশিয়ান (যেমন এসি ফ্রিজ ওয়াশিং মেশিন হাউজ ওয়্যারিং-সহ অন্যান্য জিনিস মেরামত) এবং নার্সিং অ্যাসিস্ট্যান্টর কোর্স। এছাড়াও অন্যান্য স্কিল ডেভেলপমেন্ট কোর্সেরও ব্যবস্থা রয়েছে। তার মধ্য থেকে উৎকর্ষ বাংলার আয়োতায় করানো হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট কোর্স। যা সম্পূর্ণ বিনামূল্যে শেখানো হয়। এমনকি উৎকর্ষ বাংলার এই ট্রেনিংয়ের আয়তায় স্টুডেন্টদের স্কলারশিপ দেওয়া হয় ট্রেনিং শেষে।
advertisement
আরও পড়ুন-মাত্র ৫৩-তে সব শেষ…! অকালে চলে গেলেন বিখ্যাত অভিনেতা, বিনোদন জগতে বিরাট দুঃসংবাদ
মূলত হোটেল ম্যানেজমেন্ট পড়তে বিপুল অর্থ ব্যয় করতে হয়। কিন্তু সেই প্রশিক্ষণ একেবারে বিনামূল্যে নিতে পারছেন যুবক-যুবতীরা। এছাড়াও একেবারে স্বল্পমূল্যে পেড কোর্স হিসেবে রয়েছে মাল্টি স্ক্রিন টেকনিশিয়ান, নার্সিং অ্যাসিস্ট্যান্ট , আরও বেশ কিছু স্কিল ডেভেলপমেন্ট কোর্স। প্রতিটি কোর্স কমপ্লিট হওয়ার পরে ১০০ পার্সেন্ট চাকরির সুযোগ করে দেওয়া হচ্ছে ইনস্টিটিউট এর পক্ষ থেকে।
এ বিষয়ে ওই ইনস্টিটিউটের সেন্টার ইনচার্জ সুভাষ পরামানিক বলেন, ইতিপূর্বে তাদের এই ইনস্টিটিউট থেকে অনেকেই কোর্স করে চাকরি পেয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে কোর্স করালেও তারা ১০০% চাকরির ব্যবস্থা করে দিচ্ছেন। পাশাপাশি স্টুডেন্টদের কোর্স শেষ হওয়ার পরে তাদের স্টাইপেনও দিচ্ছেন তারা। মূলত যুবক যুবতীদের কর্মসংস্থান ও স্বকর্মসংস্থানের লক্ষ্যে ২০১৬ সাল থেকে রাজ্য সরকারে এই প্রকল্প চালু করেছে। এতে উপকৃত হয়েছে বহু যুবক-যুবতী। পুরুলিয়ার ছেলে-মেয়েরাও স্বাবলম্বী হওয়ার পথ খুঁজে পাচ্ছে এই কোর্সগুলির মধ্যে দিয়ে।
শর্মিষ্ঠা ব্যানার্জি