Bankura University: বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক রসায়ন সম্মেলন, মিলনমেলা গবেষণা ও নতুন ভাবনার

Last Updated:

Bankura University: রসায়ন বিজ্ঞানের আধুনিক গবেষণা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক সম্মেলন ICCTC-2025। দেশ-বিদেশের গবেষক ও অধ্যাপকদের অংশগ্রহণে জ্ঞান বিনিময়ের গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠল এই সম্মেলন।

+
বাঁকুড়া

বাঁকুড়া বিশ্ববিদ্যালয়

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দোপাধ্যায়: রসায়ন বিজ্ঞানের সাম্প্রতিক প্রবণতা, আধুনিক গবেষণা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করতে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হতে চলেছে আন্তর্জাতিক স্তরের সম্মেলন “ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কারেন্ট ট্রেন্ডস ইন কেমিস্ট্রি (ICCTC-2025)”। ২৩ ও ২৪ ডিসেম্বর, দু’দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়েছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় চত্বরে। বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এই সম্মেলনে দেশ-বিদেশের বিশিষ্ট গবেষক, অধ্যাপক, বিজ্ঞানী, শিল্পক্ষেত্রের বিশেষজ্ঞ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক পড়ুয়ারা অংশগ্রহণ করেন।
সম্মেলনের মাধ্যমে রসায়নের বর্তমান ধারা, নতুন গবেষণা পদ্ধতি, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, সবুজ রসায়ন, ন্যানো টেকনোলজি, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি ও পরিবেশবান্ধব গবেষণার মত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশদ আলোচনা হয় বলে জানিয়েছেন আয়োজকরা। বাঁকুড়া বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই সম্মেলনের মূল লক্ষ্য হল রসায়ন বিজ্ঞানের ক্ষেত্রে চলমান গবেষণাকে একটি আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা এবং গবেষক, অধ্যাপক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতার আদান-প্রদানকে আরও শক্তিশালী করা। বিশেষত তরুণ গবেষক ও পড়ুয়াদের গবেষণামুখী করে তোলা এবং বিশ্বমানের গবেষণার সঙ্গে পরিচিত করিয়ে দেওয়াই এই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য।
advertisement
advertisement
সম্মেলনে একাধিক কী-নোট বক্তৃতা, গবেষণাপত্র উপস্থাপন, পোস্টার প্রেজেন্টেশন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা তাঁদের গবেষণালব্ধ অভিজ্ঞতা ও নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরার সুযোগ পান। পাশাপাশি,এর ফলে আন্তর্জাতিক গবেষকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ থাকায় ভবিষ্যতে যৌথ গবেষণার পথও প্রশস্ত হবে বলে আশা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই ধরনের আন্তর্জাতিক সম্মেলন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উচ্চশিক্ষার পরিকাঠামোকে আরও সমৃদ্ধ করবে। একই সঙ্গে রাজ্যের এক প্রান্তে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক গবেষণার মানচিত্রে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই সম্মেলন।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Bankura University: বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক রসায়ন সম্মেলন, মিলনমেলা গবেষণা ও নতুন ভাবনার
Next Article
advertisement
Mamata Banerjee: বিধানসভা ভোটের আগে পাখির চোখ কোন তিন প্রকল্প? জেলাশাসকদের বড় নির্দেশ মমতার
বিধানসভা ভোটের আগে পাখির চোখ কোন তিন প্রকল্প? জেলাশাসকদের বড় নির্দেশ মমতার
  • বিধানসভা ভোটের আগে তিন সরকারি প্রকল্পে বাড়তি গুরুত্ব মুখ্যমন্ত্রীর৷

  • নবান্নের বৈঠকে জেলাশাসকদের নির্দেশ৷

  • বাংলার বাড়ি, পথশ্রী, আমাদের পাড়া-আমাদের সমাধানে বাড়তি নজর মমতার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement