Primary Teachers Recruitment 2025: আবেদনকারী ৬০,০০০! প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শুরু ৩০ ডিসেম্বর! হবে ভিডিওগ্রাফি
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
Primary Teachers Recruitment 2025: ইতিমধ্যেই ৬০ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার জন্য। কেন্দ্রীয়ভাবে পর্ষদের অফিসেই হবে ইন্টারভিউ।
advertisement
1/8

স্কুলে স্কুলে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু। আগামী ৩০ ডিসেম্বর থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
advertisement
2/8
ইতিমধ্যেই ৬০ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার জন্য। কেন্দ্রীয়ভাবে পর্ষদের অফিসেই হবে ইন্টারভিউ।
advertisement
3/8
ইন্টারভিউ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হবে। ফেব্রুয়ারি মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় প্রাথমিক শিক্ষা পর্ষদ।
advertisement
4/8
প্রাথমিকের শিক্ষক নিয়োগে আবেদন জমা প্রায় ৬০ হাজার চাকরি প্রার্থীর। মঙ্গলবার মধ্যরাতে শেষ হয়েছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের আবেদন গ্রহণ। হিসেব বলছে প্রায় ৬০ হাজার প্রার্থী আবেদন করেছেন।
advertisement
5/8
অর্থাৎ, যত প্রার্থী আবেদন করেছেন, শূন্যপদ তার থেকে অনেক কম। তাই আরও ১০ হাজার শূন্যপদ বাড়ানোর দাবি উঠেছে চাকরি প্রার্থীদের একাংশের তরফে।
advertisement
6/8
উল্লেখ্য, ২০২২ সালে শেষ বার প্রাথমিক নিয়োগ হয়েছিল। সেখানে যোগ দিয়েছিলেন ২০১৪ ও ২০১৭-এর টেট উত্তীর্ণ প্রার্থীরা। এরপরে ২০২২ ও ২০২৩-এর টেট উত্তীর্ণ এবং ডিএলএড প্রশিক্ষিত প্রার্থীরা এতদিনে নিয়োগে প্রক্রিয়ায় যোগদানের সুযোগ পাননি।
advertisement
7/8
একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগে ইন্টারভিউ প্রক্রিয়ায় ভিডিওগ্রাফি ব্যবহার করছে না স্কুল সার্ভিস কমিশন। কিন্তু প্রাথমিকে সে ব্যবস্থা থাকবে।
advertisement
8/8
প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, ''আমাদের ইন্টারভিউ হবে কেন্দ্রীয় ভাবে। অর্থাৎ সকলকে সল্টলেকের অফিসে এসে ইন্টারভিউ দিতে হবে। আইনি জটিলতা এড়াতে ও স্বচ্ছতা বজায় রাখতে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হবে।'' (রিপোর্টার-- সোমরাজ বন্দ্যোপাধ্যায়)