শিক্ষকতার পেশায় যুক্ত হতে ইচ্ছুক প্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। শিক্ষক নিয়োগ করতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের নামকরা ইংলিশ মিডিয়াম স্কুল, এগরা পাবলিক স্কুল। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, অ্যাকাউন্টস, ইকোনমিকস, ভৌতবিজ্ঞান, জীববিদ্যা, ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান, এই ছ’টি বিষয়ে মোট ছ’জন পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক নিয়োগ করা হবে। পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক পদে আবেদন করার জন্য প্রার্থীর সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকা বাধ্যতামূলক। পাশাপাশি থাকতে হবে বি.এড ডিগ্রি। এছাড়াও ইংরেজি এবং পিওর সায়েন্স বিষয়ে মোট তিনজন ট্রেন্ড গ্র্যাজুয়েট শিক্ষক নিয়োগ করা হবে। এই পদে আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি এবং বি.এড থাকা আবশ্যিক।
advertisement
বিদ্যালয়ে একজন প্রি-প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হবে। এই পদে আবেদন করার জন্য প্রার্থীর ন্যূনতম যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ হলেই চলবে। সঙ্গে ডি.এল.এড ডিগ্রি থাকতে হবে। তবে সবকটি পদের ক্ষেত্রেই একটি গুরুত্বপূর্ণ শর্ত রেখেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ইংরেজিতে কথা বলায় সাবলম্বী হতে হবে। যেহেতু এটি একটি ইংলিশ মিডিয়াম স্কুল, তাই শ্রেণিকক্ষে পাঠদানের সময় ইংরেজি ভাষায় দক্ষতা থাকা অত্যন্ত জরুরি বলে জানান হয়েছে। নবীন ও অভিজ্ঞ— উভয় প্রার্থীকেই আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ শীতের সকালে পাহাড়ি ‘শকপা’, নেপালি ঘরের উষ্ণতা ছড়াক আপনার ঘরেও, রইল সহজ রেসিপি
বেতন প্রসঙ্গে বিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, শুরুতেই আকর্ষণীয় বেতন দেওয়া হবে। অভিজ্ঞ শিক্ষকদের ক্ষেত্রে মাসিক বেতন সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। আবেদন করতে হলে আগামী ১০ দিনের মধ্যে প্রার্থীকে তার সম্পূর্ণ জীবনপুঞ্জী ও প্রয়োজনীয় নথিপত্রের প্রত্যায়িত কপি পাঠাতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা-এগরা পাবলিক স্কুল, এগরা, পূর্ব মেদিনীপুর, পিন-৭২১৪২৯। এছাড়াও ই-মেল মারফত আবেদন পাঠান যাবে career.eps15408@gmail.com ঠিকানায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কর জানান, নিয়োগ প্রক্রিয়া তিনটি ধাপে সম্পন্ন হবে, লিখিত পরীক্ষা, ডেমো ক্লাস ও সাক্ষাৎকার। পুরো নিয়োগ প্রক্রিয়াই স্বচ্ছভাবে করা হবে।






