Cold Wave Alert: চরম শৈত্যপ্রবাহের সতর্কতা ২ জেলায়, ৬ জেলায় শীতল দিনের কাঁপুনি, এবারে কলকাতা-সহ বঙ্গে নিম্নচাপের বৃষ্টি? আবহাওয়ার বড় খবর
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Cold Wave Alert: চরম শীতের মধ্যে এই প্রথম দক্ষিণবঙ্গের শৈত্য প্রবাহের সতর্কতা। বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা। আজ এবং আগামীকাল কমলা সতর্কতা জারি থাকছে। পাশাপাশি, শীতল দিনের সতর্কতা হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
*চরম শীতের মধ্যে এই প্রথম দক্ষিণবঙ্গের শৈত্য প্রবাহের সতর্কতা। বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা। আজ এবং আগামীকাল কমলা সতর্কতা জারি থাকছে। পাশাপাশি, শীতল দিনের সতর্কতা হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। আগামীকাল এই জেলাগুলিতে শীতল দিনের পরিস্থিতি বজায় থাকবে।
advertisement
*উত্তর ২৪ পরগনা, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে ঘন কুয়াশার সতর্কতা। আগামিকাল বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় কুয়াশার সতর্কতা জারি থাকবে। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। উত্তরবঙ্গে শীতল দিনের পরিস্থিতি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজ, আগামীকাল এবং পরশু তিনদিন। দার্জিলিং থেকে মালদহ, উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কবার্তা। আগামীর ৪৮ ঘন্টায় ঘন কুয়াশা সতর্কবার্তা থাকবে উত্তরবঙ্গে।
advertisement
advertisement
advertisement
*এদিন জেলা পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ৫ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। সোমবারের তুলনায় মঙ্গলবার তাপমাত্রার পারদ আরও খানিকটা নিম্নমুখী হতে দেখা যাচ্ছে। আপেক্ষিক আর্দ্রতা রয়েছে ৯২ ডিগ্রি। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই জেলায়। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার।
advertisement
*দক্ষিণের জেলাগুলিতে ঘন কুয়াশা সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলায় অধিক কুয়াশার দাপট থাকবে। তবে কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩-৪ ডিগ্রি কমতে পারে বলে আশঙ্কা হাওয়া অফিসের।
advertisement
*দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার দাপট থাকবে। তবে উত্তরের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে উত্তরের তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।
advertisement









