মাধ্যমিকের মতই উচ্চ মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রে ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি, মোবাইলের মত ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।
আরও পড়ুন: ফের পরীক্ষা বাতিল দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর, পকেটে ছিল ‘নিষিদ্ধ’ জিনিস! চাঞ্চল্য
প্রথম দিনের পরীক্ষায় অ্যাডমিট কার্ড আনতে ভুলে যায় রিষড়ার এক ছাত্র। তাঁর সিট পরেছে কোন্নগর হাইস্কুলে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় দেখে ব্যাগে অ্যাডমিট নেই। কোন্নগর পৌরসভার কর্মী পরেশ পোড়েল সেখানেই ছিলেন। তিনি তৎক্ষণাৎ ছাত্রকে বাইকে করে রিষড়ার প্রভাস নগরে ছাত্রের বাড়ি থেকে অ্যাডমিট কার্ড নিয়ে আসেন। তারপর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে ছাত্রটি।
advertisement
আরও পড়ুন: সিলেবাস বদলাচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর! পড়ুয়াদের জন্য বড় খবর, কেন এই বদল জানুন বিস্তারিত
এই বিষয়ে পুরকর্মী পরেশ পোড়েল তিনি জানান, উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুরুর দিনেই তিনি দেখেন এক ছাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড আনতে ভুলে গিয়েছে। পরীক্ষা শুরু হবার আর মাত্র কিছুক্ষণ সময় বাকি ছিল সেই সময় ছাত্রটি দিশেহারা হয়ে পড়ে। তৎক্ষণাৎ পরেশ বাবু তাঁকে বাইকে চাপিয়ে তাঁর নিয়ে যান বাড়িতে। সেখান থেকে তার অ্যাডমিট কার্ড নিয়ে যথা সময় তাকে পৌঁছে দেন পরীক্ষা কেন্দ্রে।
রাহী হালদার