Syllabus Change: সিলেবাস বদলাচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর! পড়ুয়াদের জন্য বড় খবর, কেন এই বদল জানুন বিস্তারিত

Last Updated:

Syllabus Change: প্রায় ১২ বছর বাদে ফের সিলেবাসে বদল আসতে চলছে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত হবে এই সিলেবাস বদল। মূলত ভিত পড়ুয়াদের ভিতকে আরও শক্ত করে গড়তে এই সিলেবাস বদল।

কলকাতা: দশ বছর বাদে উচ্চ-মাধ্যমিকের সিলেমবাস বদল আসতে চলেছে সে খবর এসেছিল গত বছরের ডিসেম্বর মাসে। আর এবার পালা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী। প্রায় ১২ বছর বাদে ফের সিলেবাসে বদল আসতে চলছে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত হবে এই সিলেবাস বদল। মূলত ভিত পড়ুয়াদের ভিতকে আরও শক্ত করে গড়তে এই সিলেবাস বদল। বাস্তবমুখী শিক্ষা দেওয়ার লক্ষ্যেই এই সিলেবাসে বদল আনার চিন্তা এসেছে বলে জানা গিয়েছে। জুন মাসের মধ্যেই নতুন সিলেবাস তৈরির চেষ্টা করছে রাজ্য সরকার।
এই সিলেবাস বদল হবে বিশিষ্টদের মতামতের ওপর ভিত্তি করে। সিলেবাস বিষয়ে পরামর্শ নেওয়া হবে অমর্ত্য সেন-সহ বহু বিশিষ্টদের। যাতে পড়ুয়ারা সঠিক বাস্তবমুখী শিক্ষা পায়। কারণ প্রকৃত শিক্ষাই তৈরি নতুন প্রজন্মের ভবিষত উজ্জ্বল করবে।
আরও পড়ুন: মাধ্যমিক পাশ করলেই মিলবে স্মার্ট ফোন! রাজ্য বাজেটে বিরাট সুখবর! শুধু থাকছে এই শর্ত
সিলেবাস বদলের বিষয়ে সিলেবাস কমিটির চেয়ারম্যান উদয়ন বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছি। বলেছি কোন কোন জায়গায় পরিবর্তনের প্রয়োজন তাঁরা যেনো সে বিষয়ে মতামত দেন।” কী কী বিষয়ে পরিবর্তন আসতে চলেছে তা অবশ্য এখনও প্রকাশ্যে আসেনি।
advertisement
advertisement
প্রসঙ্গত, দশ বছর বাদে উচ্চ-মাধ্যমিকের সিলেমবাসেও  বদল আসতে চলেছে। নতুন শিক্ষাবর্ষ থেকেই নতুন সিলেবাসে উচ্চমাধ্যমিকে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের পরিকল্পনা করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। রাজ্যের কাছে প্রস্তাব পাঠাচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ৪৭টি বিষয়ে সিলেবাস পরিবর্তন করতে চায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Syllabus Change: সিলেবাস বদলাচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর! পড়ুয়াদের জন্য বড় খবর, কেন এই বদল জানুন বিস্তারিত
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement