ধুলো পড়ে ‘বেহাল’ সিলিং ফ্যান? ‘মই’ ছাড়াই এই উপায়ে ৫ মিনিটে পরিষ্কার করুন…ঝড়ের মতো হাওয়া পাবেন!
ওয়েটিং ‘টিকিট’? ট্রেনের সংরক্ষিত কামরায় উঠলে কী হতে পারে আপনার সঙ্গে? TT যা করতে পারে…জেনে নিন!
কোলে চাপিয়ে তার বাবা নিয়ে যান এদিক থেকে ওদিক, বসিয়ে দেন পরীক্ষার সিটে। মনের জোরকে সঙ্গী করে উচ্চমাধ্যমিক পড়ুয়ার এই লড়াই সমাজের কাছে অনুপ্রেরণা। ভবিষ্যতে আর পাঁচজনের মতো মাথা উঁচু করে বাঁচতে চায় সে, হতে চায় পড়াশোনা করে মানুষের মত মানুষ।
advertisement
ছোটবেলায় পড়ে গিয়ে পায়ের হাড় ভেঙে দু’পা অকেজো হয়ে যায়। সেই ছোট থেকেই চলাফেরায় ভরসা ছিল তার দুই হাত। দুই হাতের উপর ভর করে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাতায়াত করে সে। তবে বাড়ির বাইরে বেরোলে ভরসা তার বাবা। কোলে করে এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যান তার বাবা। এভাবেই কাটিয়েছে বহু বছর।
৭৮৫টি সিম কার্ড! নাম এক, কিন্তু পরিচয় আলাদা! কলকাতার দেবলীনা যা কাণ্ড ঘটাল, গোটা দেশ পুরো থ…!
চলতি বছর উচ্চমাধ্যমিকে বসেছে সে, পরীক্ষা কেন্দ্র পড়েছে করকাই বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ে।সামান্য মধ্যবিত্ত পরিবারের মেয়ে সে। ছোট থেকেই শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই। তবে মনের জোর হারায়নি সে। দুটো পা না থাকলেও দুটো হাত রয়েছে। তা দিয়ে লিখে এবারে পরীক্ষা দিচ্ছে সে। তবে এই অসুস্থতা নিয়ে বেশ কষ্ট হয় তার, তবুও কষ্টকে মুখ বুজে সহ্য করছে সে।
দিনে ৮ ঘণ্টা AC চালালে মাসে কত ‘ইলেকট্রিক বিল’ আসবে? সহজ এই হিসেব জানলে নিশ্চিন্তে এসি চালাতে পারবেন
পশ্চিম মেদিনীপুরের পিংলার বরাগেড়িয়া রমানাথ আদর্শ শিক্ষা নিকেতনের এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী প্রিয়াঙ্কা ভৌমিক। পরীক্ষার দিনগুলোতে তার বাবা সাইকেলে চাপিয়ে নিয়ে আসে তাকে। সাইকেল স্ট্যান্ড করে কোলে তুলে নিয়ে গিয়ে বসিয়ে দেয় পর্ষদের তৈরি করা বিশেষ জায়গায়। সেখানেই মেঝেতে বসে পরীক্ষা দিচ্ছে সে। ইতিমধ্যেই একাধিক পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। কলা বিভাগ নিয়ে পড়াশোনা করে এই ছাত্রী। শারীরিক অসুস্থতার পাশাপাশি মনের সঙ্গে নিরন্তর লড়াই, তবু জীবন যুদ্ধে হার মানেনি সে।
সামান্য মধ্যবিত্ত পরিবারে বড় হয়ে ওঠা এই মেয়ের যাবতীয় সাহায্য করেন তার বাবা-মা। পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা সাইকেলে চাপিয়ে পরীক্ষা কেন্দ্র থেকে বাড়ি পৌঁছে দেওয়া নির্দিষ্ট সময়ে করেন তার বাবা বরুণ ভৌমিক।প্রতিদিন অন্যান্য পরীক্ষার্থীদের দেখে সে।সে বন্ধুদের নিয়ে পরীক্ষা দিতে বসে একসঙ্গে।তার এই মনের জোর এবং অদম্য ইচ্ছে শক্তিকে কুর্নিশ জানিয়েছেন সকলে।
রঞ্জন চন্দ