পশ্চিম মেদিনীপুর জেলায় মোট শূন্য পদের সংখ্যা একটি। সরকারি এই দফতরে কর্মী নিয়োগের জন্য জেলা প্রশাসনের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিভিন্ন জেলার পাশাপাশি জঙ্গলমহলের এই জেলাতেও চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে চেয়ারপারসন হিসেবে একজন কর্মী নিয়োগ করা হবে। অভিজ্ঞতা থাকলে এখনই আবেদন জানান।
advertisement
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জুভেনিয়াল জাস্টিস আইনের অধীনে চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে চেয়ারপারসন হিসেবে একজন কর্মী নিয়োগ করা হবে। চাইল্ড সাইকোলজি কিংবা সাইকিয়াট্রি অথবা আইন কিংবা সাইকোলজি সহ একাধিক ক্ষেত্রে ডিগ্রি থাকলে আবেদন জানানো হবে।
আরও পড়ুন: জগদীশ চন্দ্র বসু স্কলারশিপ ২০২৫-এর দিনক্ষণ ঘোষণা, কারা পাবেন এই বৃত্তি? যোগ্যতা-ফি বিশদে জানুন
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, আবেদনকারী কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। বয়স হতে হবে ৩৫ থেকে ৬৫ বছরের মধ্যে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, শিশুদের অধিকার, শিশুদের উপর ঘটে যাওয়া নানা ঘটনার উপরে বিশেষ নজরদারি ও কাজ করতে হবে। শিশুদের অধিকার-সহ একাধিক বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
সরকারি নিয়ম অনুযায়ী নিযুক্ত এই ব্যক্তিকে, প্রতিটি কর্মসূচি অনুযায়ী ২০০০ টাকা সাম্মানিক দেওয়া হবে। শুধু তাই নয় প্রাতিষ্ঠানিক ডিগ্রির পাশাপাশি কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। অনলাইন মাধ্যমে বিজ্ঞপ্তিটি দেখে আবেদন জানাতে হবে এই পদের জন্য। ১১ জুনের মধ্যে আবেদন জানাতে হবে। বিশেষ কমিটি এই নিয়োগ প্রক্রিয়া করবে। স্বাভাবিকভাবে সরকারি দফতরে এই কাজের জন্য আবেদন জানান এখনই।
রঞ্জন চন্দ