Jagadish Chandra Bose Scholarship: জগদীশ চন্দ্র বসু স্কলারশিপ ২০২৫-এর দিনক্ষণ ঘোষণা, কারা পাবেন এই বৃত্তি? যোগ্যতা-ফি বিশদে জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Jagadish Chandra Bose Scholarship: দশম ও দ্বাদশ শ্রেণির পর এই বৃত্তি পেতে পরীক্ষার বসতে পারেন ছাত্রছাত্রীরা। কত টাকা ফি, কীভাবে আবেদন, পরীক্ষার দিন বিশদে জানুন...
জগদীশ চন্দ্র বোস বৃত্তি পশ্চিমবঙ্গের দশম এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রদান করা হয়। এই বৃত্তি জগদীশ বোস জাতীয় বিজ্ঞান প্রতিভা অনুসন্ধান (JBNSTS) দ্বারা প্রদান করা হয়। সংস্থাটি দুটি বৃত্তি প্রদান করে: দশম শ্রেণি পাশ করা এবং একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য JBNSTS জুনিয়র বৃত্তি এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য JBNSTS সিনিয়র বৃত্তি যারা পশ্চিমবঙ্গে স্নাতক কোর্স করেছেন বা করার পরিকল্পনা করছেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
JBNSTS জুনিয়র প্রতিভা অনুসন্ধান-- এই বিভাগের অধীনে আবেদনকারীদের নিম্নলিখিত যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে: অবশ্যই পূর্ববর্তী বছরে মাধ্যমিক শিক্ষা অথবা দশম শ্রেণি অথবা সমমানের পরীক্ষা সম্পন্ন করতে হবে। সাধারণত দশম শ্রেণিতে তাকে/তাদের/তাদের অবশ্যই ন্যূনতম ৭৫% (অথবা সমমানের) নম্বর পেতে হবে।১) বেশি করে জল খেতে হবে। পরীক্ষার জন্য উদ্বেগ যতই হোক, ঠাণ্ডা জল বা এসি না চালানোই ভাল।২) রাতে গায়ে হালকা চাদর নিয়ে শুতে হবে। এই সময় বেশি করে জল খেতে হবে। যতই উদ্বেগ থাক জল মেপে পরিমাণ মতো খেতে হবে।৩) রাস্তা থেকে জল, শরবত বা লস্যি কিনে খেলেই শরীর খারাপ হতে পারে। তাই এই সময় অভিভাবকদেরও এই নিয়ম মানতে হবে। প্রতীকী ছবি
advertisement