যেহেতু সিবিএসই টার্ম ১ ফলাফল ২০২১-২২ এখনও ঘোষণা করা হয়নি, তাই বেশ কয়েকটি মিডিয়া রিপোর্টে এমনটা অনুমান করছে যে সম্ভবত টার্ম ১ এবং টার্ম ২ ফলাফল একই সঙ্গে ঘোষণা করা হতে পারে। তবে এ বিষয়ে কোনও সরকারি সূত্র উল্লেখ করা হয়নি। বিভিন্ন রকম খবর মারফত বিভ্রান্তির কারণে শিক্ষার্থীরাও বর্তমানে দিশেহারা হয়ে উঠেছেন। অনেক কর্মকর্তারাই এই বিষয় নিয়ে মুখ খুলেছেন।
advertisement
নাম প্রকাশ না করার শর্তে সিবিএসই আধিকারিকরা টাইমস নাওকে এ কথা জানিয়ে নিশ্চিত করেছেন যে সিবিএসই দশম শ্রেণি, দ্বাদশ শ্রেণির টার্ম ১, টার্ম ২-এর সম্মিলিত ফলাফল প্রকাশের কোনও সম্ভাবনাই ছিল না। ওই কর্মকর্তা বলেছেন যে যৌথ ফলাফল নিয়ে আলোচনার বিষয়ে তিনি এখনও পর্যন্ত কোনও রকম তথ্য পাননি।
কর্মকর্তার মতে, সিবিএসই ২০২১-২২ টার্ম ১ ফল ঘোষণার তারিখ এখনই নিশ্চিত করে বলা যাবে না, তবে সম্মিলিত ফলাফলের প্রতিবেদন ভিত্তিহীন। অন্য একটি সূত্র নিশ্চিত করেছে যে সম্মিলিত ফলাফল সম্পর্কে সিবিএসই কোনও তথ্য দেয়নি।
সিবিএসই দশম শ্রেণি, দ্বাদশ শ্রেণির টার্ম ১ ফলাফল ২০২২ প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে। সিবিএসই আধিকারিকরা টার্ম ১ ফলাফলের কোনও তারিখ বা সময় নিশ্চিত করেননি, তাঁরা বলেছে যে সমস্ত শ্রেণির ফলাফলই শীঘ্র প্রকাশিত হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের কী করণীয়? এই প্রশ্নের উত্তরে কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষার্থীদের নিয়মিত সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখতে হবে। বিস্তারিত জানার জন্য শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটই এক্ষেত্রে শিক্ষার্থীদের সঠিক দিশা দেখাবে। বোর্ড ইতিমধ্যেই ঘোষণা করেছে যে সিবিএসই ২০২২ শিক্ষাবর্ষের টার্ম ২-এর পরীক্ষা ২৬ এপ্রিল, ২০২২ তারিখ থেকে শুরু হবে, তবে সম্পূর্ণ ডেট শিট এখনও প্রকাশিত হয়নি।