TRENDING:

CBSE Class 10 Board Results 2023: চলতি মাসে CBSE দশম শ্রেণির ফলাফল, কোথায় ও কীভাবে ফলাফল দেখবেন জানুন

Last Updated:

CBSE Class 10 Board Results 2023: শীঘ্রই CBSE দশম এবং দ্বাদশ শ্রণির ২০২৩-এর ফলাফল প্রকাশ করবে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পরীক্ষা চলে ১৪ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পরীক্ষা শেষের পর পড়ুয়ারা অধীর আগ্রহে থাকে ফলাফলের জানার আসায়। এবার সেই অপেক্ষার অবসান ঘটাচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। শীঘ্রই CBSE দশম এবং দ্বাদশ শ্রণির ২০২৩-এর ফলাফল প্রকাশ করবে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পরীক্ষা চলে ১৪ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিলে।
চলতি মাসে CBSE দশম শ্রেণির ফলাফল, কোথায় ও কীভাবে ফলাফল দেখবেন জানুন
চলতি মাসে CBSE দশম শ্রেণির ফলাফল, কোথায় ও কীভাবে ফলাফল দেখবেন জানুন
advertisement

সূত্রের খবর, উত্তরপত্রগুলি বর্তমানে মূল্যায়ন পর্যায় রয়েছে ৷ দশম এবং দ্বাদশ শ্রণিতে সিবিএসই-র পরীক্ষায় পরীক্ষার্থী সংখ‍্যা ছিল ৩৮,৭৩,৭১০ জন। আনুষ্ঠানিকভাবে যদিও কোনও ঘোষণা করা হয়নি, তবে CBSE শীঘ্রই দশম শ্রেণির ফলাফল ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। সূত্রের খবর অনুসারে, সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার উত্তরপত্রের মূল্যায়ন ১৫ এপ্রিলের মধ্যে সম্পন্ন হবে। তাই, এই মাসের শেষের দিকে ফলাফল প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।

advertisement

Check : ডব্লিউবি মাধ্যমিক 10 তম ফলাফল 2023

আরও পড়ুনঃ ছ’বছর ধরে চাকরির পাশে পড়াশোনা করে পিসিএস পরীক্ষায় প্রথম! উৎকর্ষের গল্প শুনলে অবাক হবেন

ফলাফল বের হয়ে গেলে, পরীক্ষার্থী তাঁদের রেজাল্ট অফিসিয়াল ওয়েবসাইট, cbse.gov.in, results.cbse.nic.in, arikshasangam.cbse.gov.in এবং cbseresults.nic.in-এ দেখতে পারবেন। অফিসিয়াল CBSE ওয়েবসাইট ছাড়াও, দশম শ্রেণির বোর্ডের শিক্ষার্থীরা DigiLocker-এর মাধ্যমে তাদের ফলাফল অ্যাক্সেস করতে পারে। পড়ুয়ারা তাদের CBSE বোর্ডের ফলাফল ডাউনলোড করার জন্য SMS এবং UMANG অ্যাপ ব‍্যবহার করতে পারে।

advertisement

CBSE ক্লাস 10 বোর্ডের ফলাফল 2023: কীভাবে ফলাফল দেখবেন

স্টেপ ১: CBSE দশম শ্রেণির ফলাফল ২০২৩ দেখতে, ছাত্রছাত্রীদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, results.cbse.nic.in

স্টেপ ২: CBSE ফলাফল ২০২৩ পেজে থাকা ‘CBSE 10th result 2023 – DECLARED’ লিঙ্কে ক্লিক করুন।

স্টেপ ৩: তারপরে, সঠিক জায়গায় CBSE রোল নম্বর, জন্ম তারিখ এবং স্কুল নম্বরের মতো প্রয়োজনীয় বিবরণগুলি পূরণ করতে হবে।

advertisement

স্টেপ ৪: অবশেষে, ‘জমা দিন’ (Submit) বোতামে ক্লিক করতে হবে, এবং CBSE দশম শ্রেণির ফলাফল স্ক্রিনে প্রদর্শিত হবে।

স্টেপ ৫: প্রার্থীরা ভবিষ্যতের জন্য তাদের CBSE দশম শ্রেণির রেজাল্ট ডাউনলোড এবং প্রিন্ট করে রাখতে পারে।

আরও পড়ুনঃ সিলেবাসের ২৫-৩০ শতাংশ বাদ কিন্তু বাড়ল প্র্যাক্টিক্যালের সংখ‍্যা

advertisement

CBSE দশম শ্রেণির বোর্ড পরীক্ষা পাস করার জন্য, শিক্ষার্থীদের প্রতিটি বিষয়ে কমপক্ষে ৩৩ শতাংশ নম্বর পেতে হবে। যেসব বিষয়ে প্র্যাকটিক্যাল দিক রয়েছে, শিক্ষার্থীকে প্রতিটি বিভাগে আলাদাভাবে পরীক্ষা দিতে হবে। ২০২২ সালে, CBSE ২২ জুলাই দশম শ্রেণির ফলাফল ঘোষণা করেছিল।

আরো পড়ুন : সিবিএসই ক্লাস 12 তম ফলাফল 2023

CBSE 10th Result 2023 Out: সিবিএসই দশম শ্রেণির ফলাফল প্রকাশিত, এক ক্লিকেই দেখে নিন রেজাল্ট

CBSE Board 2023 Results: সিবিএসই ক্লাস ১২-এর রেজাল্টে টেক্কা দিল মেয়েরা, ২০২৪-এর পরীক্ষার দিন জানাল বোর্ড

CBSE Class 12 Result 2023: সিবিএসই দ্বাদশের ফলাফল প্রকাশিত, কমল পাশের হার! রেজাল্ট জানুন

বাংলা খবর/ খবর/শিক্ষা/
CBSE Class 10 Board Results 2023: চলতি মাসে CBSE দশম শ্রেণির ফলাফল, কোথায় ও কীভাবে ফলাফল দেখবেন জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল