TRENDING:

CBSE’র দশম ও দ্বাদশ শ্রেণির সাপ্লিমেন্টারি প্র্যাকটিক্যাল পরীক্ষার সূচি ঘোষণা! জেনে নিন বিস্তারিত 

Last Updated:

CBSE Class 10th, 12th Supplementary Practical Exams: CBSE ঘোষণা করেছে, দশম ও দ্বাদশ শ্রেণির পরিপূরক প্র্যাকটিক্যাল পরীক্ষা ১০-১৫ জুলাই, ২০২৫ অনুষ্ঠিত হবে. ছাত্রছাত্রীদের ৭ জুলাইয়ের মধ্যে রিপোর্ট করতে হবে। স্কুল কর্তৃপক্ষকে তালিকা জমা দিতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) ঘোষণা করেছে, দশম ও দ্বাদশ শ্রেণির সাপ্লিমেন্টারি প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ জুলাই থেকে ১৫ জুলাই, ২০২৫ পর্যন্ত। CBSE ইতিমধ্যে ২ জুলাই একটি বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেছে যাতে ছাত্রছাত্রী ও স্কুল কর্তৃপক্ষ প্র্যাকটিক্যাল পরীক্ষা নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন করতে পারে।
CBSE’র দশম ও দ্বাদশ শ্রেণির পরিপূরক প্র্যাকটিক্যাল পরীক্ষার সূচি ঘোষণা! জেনে নিন বিস্তারিত 
CBSE’র দশম ও দ্বাদশ শ্রেণির পরিপূরক প্র্যাকটিক্যাল পরীক্ষার সূচি ঘোষণা! জেনে নিন বিস্তারিত 
advertisement

📌 পরীক্ষার সময়সূচি:

  • দশম শ্রেণি:
    • প্র্যাকটিক্যাল: ১০ জুলাই – ১৫ জুলাই
    • থিওরি পরীক্ষা: ১৫ জুলাই – ২২ জুলাই

  • দ্বাদশ শ্রেণি:
    • প্র্যাকটিক্যাল: ১০ জুলাই – ১৫ জুলাই
    • থিওরি পরীক্ষা: মাত্র একদিন, ১৫ জুলাই

৮ বছর পর বাবার রেনকোট পরতে গিয়ে পকেটে হাত, এ কী… যা বেরোল, তা স্বপ্নেও ভাবেননি ছেলে!

advertisement

ময়লা জামা, ধুলো মাখা চেহারা কিন্তু হাতের ব্যাগটা এমন কেন…? GRP জিজ্ঞাসা করতেই লোকটি বলল, ‘স্যার আমার তো…!’

📝 ছাত্রছাত্রীদের করণীয়:

  • ৭ জুলাইয়ের মধ্যে নিজের স্কুল বা নির্দিষ্ট এক্সাম সেন্টারে রিপোর্ট করতে হবে।
  • সঙ্গে রাখতে হবে—মার্কশিট, রেজাল্ট এবং অ্যাডমিট কার্ডের কপি
  • সেন্টারে গিয়ে নিজের প্র্যাকটিক্যাল পরীক্ষার তারিখ ও সময় নোট করে রাখতে হবে এবং নির্দিষ্ট দিনে যথাসময়ে হাজির থাকতে হবে।
  • advertisement

🏫 স্কুল কর্তৃপক্ষ ও সেন্টার সুপারিন্টেনডেন্টদের দায়িত্ব:

  • কোন কোন ছাত্র কোন কোন বিষয়ের প্র্যাকটিক্যাল দেবে—এই তালিকা তৈরি করে জমা দিতে হবে।
  • রেগুলার ছাত্রদের জন্য প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে তাদের নিজস্ব স্কুলে
  • প্রাইভেট প্রার্থীদের প্র্যাকটিক্যাল হবে সেই থিওরি পরীক্ষার সেন্টারেই, যেখানে তাদের মূল পরীক্ষা হবে।

advertisement

⚠️ অতিরিক্ত ব্যবস্থা ও ইনভিজিলেটরদের নিয়োগ:

যদি কোনও কেন্দ্রে নির্দিষ্ট বিষয়ের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো না থাকে, তবে সংশ্লিষ্ট CBSE রিজিওনাল অফিস কাছাকাছি কোনও বিকল্প সেন্টার নির্ধারণ করবে।

  • দ্বাদশ শ্রেণির জন্য CBSE নিজে থেকে বাহ্যিক পরীক্ষক নিয়োগ করবে।
  • দশম শ্রেণির জন্য স্কুল নিজে থেকে পরীক্ষক ঠিক করবে।
  • advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সানশেড ভেঙে সাংঘাতিক দুর্ঘটনা! চাপা পড়ল শিশু-সহ ৫
আরও দেখুন

CBSE ছাত্রছাত্রীদের পরামর্শ দিয়েছে, যেন তারা নিয়মিত তাদের স্কুল বা এক্সাম সেন্টারের সঙ্গে যোগাযোগ রাখে এবং সমস্ত নির্দেশিকা ভালোভাবে অনুসরণ করে—যাতে শেষ মুহূর্তে কোনও জটিলতা না হয়।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
CBSE’র দশম ও দ্বাদশ শ্রেণির সাপ্লিমেন্টারি প্র্যাকটিক্যাল পরীক্ষার সূচি ঘোষণা! জেনে নিন বিস্তারিত 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল