📌 পরীক্ষার সময়সূচি:
- দশম শ্রেণি:
- প্র্যাকটিক্যাল: ১০ জুলাই – ১৫ জুলাই
- থিওরি পরীক্ষা: ১৫ জুলাই – ২২ জুলাই
- দ্বাদশ শ্রেণি:
- প্র্যাকটিক্যাল: ১০ জুলাই – ১৫ জুলাই
- থিওরি পরীক্ষা: মাত্র একদিন, ১৫ জুলাই
৮ বছর পর বাবার রেনকোট পরতে গিয়ে পকেটে হাত, এ কী… যা বেরোল, তা স্বপ্নেও ভাবেননি ছেলে!
advertisement
📝 ছাত্রছাত্রীদের করণীয়:
- ৭ জুলাইয়ের মধ্যে নিজের স্কুল বা নির্দিষ্ট এক্সাম সেন্টারে রিপোর্ট করতে হবে।
- সঙ্গে রাখতে হবে—মার্কশিট, রেজাল্ট এবং অ্যাডমিট কার্ডের কপি।
- সেন্টারে গিয়ে নিজের প্র্যাকটিক্যাল পরীক্ষার তারিখ ও সময় নোট করে রাখতে হবে এবং নির্দিষ্ট দিনে যথাসময়ে হাজির থাকতে হবে।
advertisement
🏫 স্কুল কর্তৃপক্ষ ও সেন্টার সুপারিন্টেনডেন্টদের দায়িত্ব:
- কোন কোন ছাত্র কোন কোন বিষয়ের প্র্যাকটিক্যাল দেবে—এই তালিকা তৈরি করে জমা দিতে হবে।
- রেগুলার ছাত্রদের জন্য প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে তাদের নিজস্ব স্কুলে।
- প্রাইভেট প্রার্থীদের প্র্যাকটিক্যাল হবে সেই থিওরি পরীক্ষার সেন্টারেই, যেখানে তাদের মূল পরীক্ষা হবে।
advertisement
⚠️ অতিরিক্ত ব্যবস্থা ও ইনভিজিলেটরদের নিয়োগ:
যদি কোনও কেন্দ্রে নির্দিষ্ট বিষয়ের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো না থাকে, তবে সংশ্লিষ্ট CBSE রিজিওনাল অফিস কাছাকাছি কোনও বিকল্প সেন্টার নির্ধারণ করবে।
- দ্বাদশ শ্রেণির জন্য CBSE নিজে থেকে বাহ্যিক পরীক্ষক নিয়োগ করবে।
- দশম শ্রেণির জন্য স্কুল নিজে থেকে পরীক্ষক ঠিক করবে।
advertisement
CBSE ছাত্রছাত্রীদের পরামর্শ দিয়েছে, যেন তারা নিয়মিত তাদের স্কুল বা এক্সাম সেন্টারের সঙ্গে যোগাযোগ রাখে এবং সমস্ত নির্দেশিকা ভালোভাবে অনুসরণ করে—যাতে শেষ মুহূর্তে কোনও জটিলতা না হয়।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 04, 2025 4:59 PM IST
