আরও পড়ুনঃ IAS হতে চান? ইউপিএসসিতে সফল হওয়ার সঠিক পথ জেনে প্রস্তুতি নিন
তাঁর কথায়, রাজনীতির আঙিনায় যাঁরা ভবিষ্যতে নামতে চান তাঁদের জন্য রাজনৈতিক ট্রেনিং খুবই জরুরি। সূত্রের খবর, ইতিমধ্যে পুণের এক সংস্থা আগ্রহ দেখিয়েছে বলেও জানা গিয়েছে। ওই সংস্থাকে সিলেবাস তৈরি করতেও বলা হয়েছে।
advertisement
বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন ইউটি খাদের। সংশ্লিষ্ট কোর্সের বিষয়ে কর্নাটক বিধানসভার স্পিকার জানিয়েছেন, এই কোর্সের মেয়াদকাল হবে এক বছরের। এর মধ্যে ৬ মাস হবে থিওরি ক্লাস এবং বাকি ৬ মাস হবে প্র্যাকটিক্যাল। এই কোর্সের অধীনে ইন্টার্নশিপের সুযোগও থাকবে। সিলেবাসে রাজনীতি এবং সরকারের বিভিন্ন বিষয়ে পড়ানো হবে। কয়েকটা ক্লাসে সরকারের পক্ষ থেকে কোনও মন্ত্রী বা বিধায়কও নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেবেন পড়ুয়াদের সঙ্গে।
আরও পড়ুনঃ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপক হতে গেলে দিতে হবে এইসব পরীক্ষাগুলি! সঙ্গে জারি নয়া বিধি
এই কোর্সে যোগ দিতে হলে স্নাতক পাশ করতে হবে। এই কোর্সের সিলেবাস এ ভাবেই তৈরি করা হবে যাতে পড়ুয়ারা ভবিষ্যতে বিভিন্ন ভূমিকায় কাজ করতে পারবে। কোথায় ক্লাস হবে, কবে থেকে ক্লাস হবে এ ব্যাপারে কিছু জানাননি বিধানসভার স্পিকার। কিছু দিনের মধ্যে তা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন তিনি।