UGC: উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপক হতে গেলে দিতে হবে এইসব পরীক্ষাগুলি! সঙ্গে জারি নয়া বিধি

Last Updated:

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সমস্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপক নিয়োগের বিষয়ে নতুন নিয়ম জারি করেছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপক নিয়োগের বিষয়ে নতুন নিয়ম জারি করেছে। এখন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপক পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতার মাপকাঠি তৈরি করে ন্যাশনাল এলিজিটিবিলিটি টেস্ট (নেট), স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট), এবং স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট (স্লেট) এই তিনটি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এগুলি দেশের সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সরাসরি সহকারী অধ্যাপক নিয়োগের ন্যনূতম যোগ্যতা। এগুলি বাধ্যতামূলক করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তিটি ইউজিসি সচিব অধ্যাপক মনীশ যোশী ৩০ জুন, ২০২৩ তারিখ থেকে জারি করেছেন এবং নতুন নিয়মগুলি ১ জুলাই, ২০২৩ থেকে কার্যকর করা হয়েছে।
advertisement
একই সময়ে, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এম জগদীশ কুমার টুইট করেছেন যে পিএইচডি বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে সহকারী অধ্যাপক হওয়ার জন্য একটি ঐচ্ছিক যোগ্যতার মানদণ্ড থাকবে।
advertisement
পাশাপাশি ন্যাশনাল টেস্টিং এজেন্সি ইউজিসি নেট ২০২৩-এর উত্তরপত্র তৈরির কাজ শুরু করেছে। এই উত্তরপত্র ৫ অথবা ৬ জুলাই প্রকাশিত হতে পারে। ঘোষণাটি করেছেন ইউজিসি প্রধান এম জগদেশ কুমার। জানিয়েছেন, ইউজিসি নেট পরীক্ষার ফাইনাল পেপার অগাস্টের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হওয়ার সম্ভবনা রয়েছে।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
UGC: উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপক হতে গেলে দিতে হবে এইসব পরীক্ষাগুলি! সঙ্গে জারি নয়া বিধি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement