আরও পড়ুনঃ রোজ সকালে একগ্লাস ছাতুর শরবত! ব্যাস ম্যাজিকের মতো ফল! পাবেন এই ১০ উপকার! জেনে চমকে উঠবেন…
উচ্চমাধ্যমিকের পর শিক্ষার্থীদের হাতে অনেক অপশন থাকে। কিন্তু আইন বিষয়টি দ্বাদশ শ্রেণী পর্যন্ত সিলেবাসে না থাকায় অনেকেই এই বিষয়ের দিকে যেতে চান না। যদি আইন নিয়ে পড়তে চান তাহলে সঠিক প্রস্তুতি নিতে হবে।
advertisement
ক্লাট(CLAT) পরীক্ষা দিয়ে আইন পড়তে গেলে কেরিয়ার সফল হবে। আইন পড়ে পাশ করার পর বিভিন্ন জায়গায় কাজের সুযোগ খুলে যাবে। এই পরীক্ষায় থাকে ১২০ টি প্রশ্ন। ইংরেজি ভাষা, কারেন্ট অ্যাফেয়ার্স সহ জেনারেল নলেজ, লিগ্যাল রিজ়নিং, লজিক্যাল রিজ়নিং এবং কোয়ান্টিটেটিভ টেকনিকস-এই সমস্ত বিষয়ে প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের। যার জন্য সময় দেওয়া হবে ২ ঘন্টা।
এই পরীক্ষায় পাশ করার পর সঠিক কলেজ নির্বাচন করতে হবে। এই পরীক্ষায় পাশ করলে কেন্দ্রীয় আইন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ খুলে যাবে ছাত্র-ছাত্রীদের জন্য। এই পরীক্ষার ফলের উপর গুরুত্ব রয়েছে পরবর্তীতে পেশায় প্রবেশের ক্ষেত্রে। আইনজীবী, আইন পরামর্শদাতা, আইন গবেষক এবং শিক্ষাবিদ এই সমস্ত পদে স্নাতকস্তরের পড়াশোনা শেষ করার পরই প্র্যাকটিস করার সুযোগ পাওয়া যায় এক্ষেত্রে।
নবাব মল্লিক