সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন এবং সংস্কৃত এই পাঁচটি বিষয়ে স্নাতকোত্তর কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে। কোর্সটি দু’বছরের। আবেদন করার জন্য ন্যূনতম যোগ্যতা হিসেবে সাধারণ স্নাতক ডিগ্রি (পাস কোর্স) থাকলেই চলবে। তবে নির্দিষ্ট বিষয়ের জন্য আলাদা যোগ্যতা লাগতে পারে। সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে মূল বিজ্ঞপ্তিতে। প্রতিটি বিষয়ের কোর্স ফি আলাদা – বাংলা: ৮০০০ টাকা, ইতিহাস: ৮২০০ টাকা, ইংরেজি: ৮৫০০ টাকা এবং দর্শন ও সংস্কৃত: ৮৭০০ টাকা। যাঁরা চাকরির পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে চান, তাঁদের জন্য এটি এক উৎকৃষ্ট সুযোগ।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
আবেদন করতে হলে প্রথমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://dde.buruniv.ac.in-এ গিয়ে হোমপেজে থাকা সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে হবে। সেখান থেকে পাওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ ২৪ অগস্ট ২০২৫।
ইচ্ছুক প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর দূরশিক্ষা কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিতে হবে। সমস্ত শর্তাবলি ও নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিতভাবে উল্লেখ আছে। বিস্তারিত জানার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া প্রয়োজন।
বনোয়ারীলাল চৌধুরী