ভারতের এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দির অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। ফলে প্রত্যেকদিন ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে হাজির হন, এমনকি বিদেশের মানুষজনও এই বিখ্যাত মন্দিরগুলি দর্শন করতে ছুটে আসেন। তবে এবার আর গাঁটের কড়ি খরচ করে নানা রাজ্যে ঘুরতে হবে না! আসানসোলের কুলটিতে পেয়ে যাবেন বিখ্যাত মন্দিরের আদলে পুজো মণ্ডপ।
advertisement
আরও পড়ুনঃ ৮৫ ফুটের প্রতিমা! ঝাড়খন্ড থেকেও দেখতে আসছেন সবাই… কী এর বিশেষত্ব, জানুন
কুলটি বন্ধু মহল ক্লাব পুজো কমিটির অন্যতম সদস্য সিদ্ধার্থ মাজি বলেন, আমাদের এই পুজো ৫০ তম বর্ষে পদার্পণ করল। আমাদের এখানে বিসর্জনের সময় কার্নিভাল করে প্রতিমা বিসর্জন করা হয়। আসানসোল মহকুমার অন্তর্গত কুলটির এই ক্লাবের পুজোর এবার সুবর্ণ জয়ন্তী বর্ষ। এই বছর কালীপুজোয় তাঁদের থিম ভারতের বিভিন্ন স্থানের বিখ্যাত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আদলে পুজো মণ্ডপ। প্রায় ১৮ লক্ষ টাকা খরচ করে ফুটিয়ে তোলা হচ্ছে এই প্যান্ডেল।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দর্শনার্থীরা এই পুজো মণ্ডপে ঢুকলেই দেখতে পাবেন ভারতের বিখ্যাত দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। গুজরাটের সোমনাথ, অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন, মধ্যপ্রদেশের মহাকালেশ্বর, ওমকারেশ্বর, উত্তরাখণ্ডের কেদারনাথ, ঝাড়খণ্ডের বৈদ্যনাথ সহ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এখানে সারি দিয়ে দেখা যাবে। নজরকাড়া অলোকসজ্জায় সমগ্র পুজো মণ্ডপ সাজানো হয়েছে। বিখ্যাত সংগীত শিল্পীদের নিয়ে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সব মিলিয়ে, দর্শনার্থীদের ভাললাগবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা।