TRENDING:

Kali Puja 2025: বাংলায় বসেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন! টাকা খরচ করে আর ভিনরাজ্যে ছুটতে হবে না, আসানসোলবাসীর জন্য দারুণ চমক

Last Updated:

Kali Puja 2025: গুজরাটের সোমনাথ, অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন, মধ্যপ্রদেশের মহাকালেশ্বর, ওমকারেশ্বর, উত্তরাখণ্ডের কেদারনাথ, ঝাড়খণ্ডের বৈদ্যনাথ সহ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এখানে সারি দিয়ে দেখা যাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল, রিন্টু পাঁজাঃ উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাড়ু, উত্তর প্রদেশ ও ঝাড়খণ্ড সহ ভারতের ১২ জ্যোতির্লিঙ্গ মন্দির হয়তো একসঙ্গে ঘুরে আসা কঠিন। সাধারণ মানুষের পক্ষে সেটা বেশ দুষ্কর। তবে এবার চাইলেই তা সম্ভব হতে পারে। আসানসোলে তৈরি হয়েছে এমনই একটি মণ্ডপ।
advertisement

ভারতের এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দির অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। ফলে প্রত্যেকদিন ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে হাজির হন, এমনকি বিদেশের মানুষজনও এই বিখ্যাত মন্দিরগুলি দর্শন করতে ছুটে আসেন। তবে এবার আর গাঁটের কড়ি খরচ করে নানা রাজ্যে ঘুরতে হবে না! আসানসোলের কুলটিতে পেয়ে যাবেন বিখ্যাত মন্দিরের আদলে পুজো মণ্ডপ।

advertisement

আরও পড়ুনঃ ৮৫ ফুটের প্রতিমা! ঝাড়খন্ড থেকেও দেখতে আসছেন সবাই… কী এর বিশেষত্ব, জানুন

কুলটি বন্ধু মহল ক্লাব পুজো কমিটির অন্যতম সদস্য সিদ্ধার্থ মাজি বলেন, আমাদের এই পুজো ৫০ তম বর্ষে পদার্পণ করল। আমাদের এখানে বিসর্জনের সময় কার্নিভাল করে প্রতিমা বিসর্জন করা হয়। আসানসোল মহকুমার অন্তর্গত কুলটির এই ক্লাবের পুজোর এবার সুবর্ণ জয়ন্তী বর্ষ। এই বছর কালীপুজোয় তাঁদের থিম ভারতের বিভিন্ন স্থানের বিখ্যাত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আদলে পুজো মণ্ডপ। প্রায় ১৮ লক্ষ টাকা খরচ করে ফুটিয়ে তোলা হচ্ছে এই প্যান্ডেল।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
এই 'বিশেষ পোষাক' পরলে চোখের সামনে হাজির হবেন মহাকালী, দেবীকে মনে হবে জীবন্ত
আরও দেখুন

দর্শনার্থীরা এই পুজো মণ্ডপে ঢুকলেই দেখতে পাবেন ভারতের বিখ্যাত দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। গুজরাটের সোমনাথ, অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন, মধ্যপ্রদেশের মহাকালেশ্বর, ওমকারেশ্বর, উত্তরাখণ্ডের কেদারনাথ, ঝাড়খণ্ডের বৈদ্যনাথ সহ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এখানে সারি দিয়ে দেখা যাবে। নজরকাড়া অলোকসজ্জায় সমগ্র পুজো মণ্ডপ সাজানো হয়েছে। বিখ্যাত সংগীত শিল্পীদের নিয়ে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সব মিলিয়ে, দর্শনার্থীদের ভাললাগবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025: বাংলায় বসেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন! টাকা খরচ করে আর ভিনরাজ্যে ছুটতে হবে না, আসানসোলবাসীর জন্য দারুণ চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল