TRENDING:

IIT Kharagpur: বিনামূল্যে এবার অ্যাডভান্স কম্পিউটেশনাল টেকনিক কোর্স, মিলবে পরীক্ষার সুযোগ

Last Updated:

IIT Kharagpur: কম্পিউটেশনাল টেকনিক সম্পর্কে জানতে আগ্রহী। এই কোর্স শিখতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। শিক্ষনের শেষে শুধুমাত্র লাগবে পরীক্ষা দেওয়ার জন্য সামান্য ফি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: কম্পিউটেশনাল টেকনিক সম্পর্কে জানতে আগ্রহী। এই কোর্স শিখতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। শিক্ষনের শেষে শুধুমাত্র লাগবে পরীক্ষা দেওয়ার জন্য সামান্য ফি। কম্পিউটেশনাল টেকনিক বিষয়টি চার সপ্তাহের মধ্যে শেখাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুরের এক অধ্যাপক।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

ক্লাস করানো হবে অনলাইনে। আইআইটি খড়্গপুরের ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স এর সিনিয়র প্রফেসর সোমনাথ ভট্টাচার্য চার সপ্তাহের মধ্যে শেখাবেন এই বিশেষ বিষয়। এই মর্মে একটি বিজ্ঞপ্তি পোর্টালে প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: শীতে চেটেপুটে খাচ্ছেন নলেন গুড়, কিন্তু জানেন কি আপনার অজান্তেই মেশানো হচ্ছে ‘এই’ জিনিস! কিন্তু কেন? জানলে অবাক হবেন

advertisement

প্রসঙ্গত, এই স্বয়ম পোর্টালটিতে বিনামূল্যে বিভিন্ন ধরনের পেশাদার কোর্স করানো হয়ে থাকে। তেমনই একটি কোর্স হল ‘অ্যাডভান্সড কম্পিউটেশনাল টেকনিকস্’, যা নিয়ে ক্লাস করাবেন আইআইটি খড়্গপুরের গণিত বিভাগের অধ্যাপক সোমনাথ ভট্টাচার্য।

View More

আরও পড়ুন: আর ফেরা হল না, প্রবল কুয়াশার জেরে দুর্ঘটনায় প্রাণ গেল এক শিশুর! ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসি

advertisement

আইআইটি খড়্গপুরের মত দেশের বিভিন্ন কেন্দ্রীয় প্রতিষ্ঠান অধ্যাপকেরা ক্লাস নিয়ে থাকেন। এই কোর্সটি গণিত, পদার্থবিদ্যা কিংবা মেকানিক্যাল, এরোস্পেস, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হয়েছেন, এমন পড়ুয়ারা করার সুযোগ পাবেন। এ ছাড়াও উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন পড়ুয়ারাও ক্লাস করতে পারবেন।

তবে, স্নাতকদের জন্যেই এই কোর্সের বিষয়বস্তু বিশেষ ভাবে সাজানো হয়েছে, এমনটাই স্বয়ম পোর্টালের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে চার সপ্তাহে ভিন্ন ভিন্ন টপিকের উপরে বোঝাবেন অধ্যাপক।এই কোর্সের ক্লাস চলাকালীন এলিমেন্টারি নিউমেরিক্যাল মেথডস, হারমিট ইন্টারপোলেশন, কিউবিক স্প্লাইনস-সহ লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন, ট্রাই-ডায়গনাল সিস্টেম, ইনিশিয়াল ভ্যালু প্রবলেমের মতো বিষয়গুলি আলোচনা করা হবে।

advertisement

থিয়োরি ক্লাসের পর থাকছে পরীক্ষার ব্যবস্থা। যার দ্বারা এই কোর্সে অংশগ্রহণকারীদের মেধা যাচাই করে নেওয়া হবে। তবে এ ক্ষেত্রে যে সমস্ত শিক্ষার্থী পরীক্ষা দিতে আগ্রহী, কেবলমাত্র তাঁরাই পরীক্ষা দিতে পারবেন। যাঁরা এই পরীক্ষায় ৭০ শতাংশের বেশি নম্বর পাবেন, তাঁদের শংসাপত্র দেওয়া হবে। তবে পরীক্ষা দেওয়ার জন্য তাঁদের আলাদা করে ১,০০০ টাকা ফি জমা দিতে হবে।

advertisement

এই কোর্সের ক্লাস শুরু হবে ২২ জানুয়ারি থেকে, চলবে ১৬ ফেব্রুয়ারী পর্যন্ত। ক্লাসে ভর্তি হওয়ার জন্য ২৯ জানুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। অনলাইনে স্বয়ম পোর্টালে গিয়ে আগ্রহীদের ক্লাসের জন্য নাম নথিভুক্ত করতে হবে। পরীক্ষায় বসার আবেদন গ্রহণ করা হবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এবং পরীক্ষার দিন ২৩ শে মার্চ। বিশদে জানতে এবং বিষয় সম্পর্কে ধারণা পেতে স্বয়ম পোর্টালটির বিজ্ঞপ্তিটি দেখতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে হঠাৎই একটি ভূতুড়ে বাড়ির খোঁজ মিলল দুর্গাপুর শিল্পাঞ্চলে, ব্যাপারটা কী!
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/শিক্ষা/
IIT Kharagpur: বিনামূল্যে এবার অ্যাডভান্স কম্পিউটেশনাল টেকনিক কোর্স, মিলবে পরীক্ষার সুযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল