Accident: আর ফেরা হল না, প্রবল কুয়াশার জেরে দুর্ঘটনায় প্রাণ গেল এক শিশুর! ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসি
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Accident: শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশার দাপট। ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছিল রাজ্যের বিভিন্ন জেলায়। আর তার মধ্যেই জলপাইগুড়িতে ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা।
জলপাইগুড়ি: ঘন কুয়াশা, কনকনে শীত। দেশের বেশ কয়েকটি রাজ্যে জারি শৈত্য প্রবাহের সতর্কতা। শুধু দেশ নয়, রাজ্য কাঁপছে প্রবল ঠান্ডায়। বিগত কয়েক দিনে অনেকটাই কমেছে তাপমাত্রা। আর এই শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশার দাপট। ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছিল রাজ্যের বিভিন্ন জেলায়। আর তার মধ্যেই জলপাইগুড়িতে ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা।
রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে কুয়াশার দাপট। ঘন কুয়াশায় স্বাভাবিক ভাবেই কমেছে দৃশ্যমানতা। আর এই প্রবল কুয়াশা জলপাইগুড়িতে ঘটে গেল দুর্ঘটনা। জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়ক দশ দরগার কাছে ঘটে এই মর্মান্তিক ঘটনা। দুর্ঘটনার স্থলেই মৃত্যু হয় দুজনের। একজন গুরুত্বর আহত।
advertisement
advertisement
প্রবল কুয়াশায় ভাল করে কিছু না দেখতে পাওয়ার কারণে বাইক দুর্ঘটনার কবলে পরে মৃত্যু হয় ২ জনের আহত ১ জন। শুক্রবার রাত আটটা নাগাদ জাতীয় সড়ক দশদরগার কাছে স্কুটিতে থাকা একটি শিশু-সহ ৩ জন দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়দের চেষ্টায় তিনজনকে উদ্ধার করে তৎক্ষণাৎ জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, বাইকে থাকা এক ব্যক্তি ও একটি শিশুকে তখনই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
advertisement
আরও পড়ুন: পোস্ত দানার ওপর রবীন্দ্রনাথ, কুমড়োর বীজের উপর আরও নানা বিখ্যাত ব্যক্তিদের ছবি! দেখলে অবাক হয়ে যাবেন
তাঁদের সঙ্গে থাকা এক মহিলা গুরুতর ভাবে আহত। যদিও এদের নাম বা পরিচয় জানা যায়নি, সেই চেষ্টা করছে পুলিশ। এলাকায় রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং ট্রাফিক পুলিশের উপস্থিতি থাকার দাবি জানান বাসিন্দারা। ঘটনাস্থলে উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান তাঁরা। ঘটনা তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।
advertisement
সুরজিৎ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 13, 2024 12:35 PM IST